ধেয়ে আসছে বিপদ? এই শহরের আকাশে দেখা গেল ৬০ টিরও বেশি UFO, ঘুম উড়ল বাসিন্দাদের

বাংলা হান্ট ডেস্ক: এলিয়েন (Alien) তথা ভিনগ্রহীদের অস্তিত্ব আদৌ আছে কিনা তা জানার জন্য পর বছর ধরে সন্ধান চালাচ্ছেন বিজ্ঞানীরা। এদিকে, বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রায়শই দাবি করা হয় যে, এলিয়েনদের উপস্থিতি চোখে পড়েছে কিছুজনের। যদিও, আজ পর্যন্ত সেই দাবিগুলির কোনও সত্যতা সামনে আসেনি। তবে, এবার এমন একটি বিষয় সামনে এসেছে যেটি চমকে দিয়েছে সবাইকেই। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এবার আমেরিকায় ফের এলিয়েনদের (Alien) যান অর্থাৎ UFO দেখতে পাওয়ার দাবি উঠেছে। শুধু তাই নয়, একাধিক জন সোশ্যাল মিডিয়ায় ভিডিও প্রকাশ করে দাবি তুলেছেন যে , তাঁরা গত ১৭ অগাস্ট রাতে ক্যালিফোর্নিয়ার ল্যাঙ্কাস্টার এবং পামডেলের বিভিন্ন জায়গায় UFO দেখেছেন।

এলিয়েন (Alien)-এর চিন্তায় উড়ল ঘুম:

ক্যালিফোর্নিয়ায় একাধিক UFO দেখার দাবি সামনে এসেছে: সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্টের মাধ্যমে কিছুজন দাবি করেছেন যে, তাঁরা ক্যালিফোর্নিয়ায় বিভিন্ন ধরণের UFO প্রত্যক্ষ করেছেন। সেগুলির মধ্যে কিছু কিছুতে আলো দেখা গিয়েছিল আবার কিছু UFO-তে অদ্ভুত শব্দ শোনা গিয়েছে বলেও জানানো হয়। প্রায় ৬০ টি UFO ১৫ থেকে ২০ মিনিট ধরে আকাশে ঘুরতে থাকে বলে দাবি করা হয়। এদিকে, একটি ভিডিওতে এটাও জানানো হয়েছে যে, একটি UFO সমুদ্রে থাকা নৌকোগুলির পেছনে কোথাও একটা পড়েছে।

A big update has come out about seeing alien.

এমতাবস্থায়, যাঁরা যাঁরা আকাশে UFO দেখার ভিডিও রেকর্ড করেছেন তাঁরা সেগুলি সরকারি আধিকারিকদের সাথে শেয়ার করেছেন। যাতে তাঁরা বিষয়টির তদন্ত করতে পারে। তবে, এই বিষয়ে ক্যালিফোর্নিয়ার সরকারি আধিকারিক বা বায়ুসেনার পক্ষ থেকে কোনও বিবৃতি সামনে আসেনি। যার জেরে ওই ভিডিওগুলির পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই উঠতে শুরু করেছে প্রশ্ন।

আরও পড়ুন: মিস করবেন না সুযোগ! এবার এই কেন্দ্রীয় সংস্থায় মিলছে চাকরি, কিভাবে করবেন আবেদন?

মুখ খোলেনি আমেরিকার সরকার: জানিয়ে রাখি যে, এই দাবির পরিপ্রেক্ষিতে আমেরিকার সরকারের তরফেও কিছু জানানো হয়নি। তবে, সামরিক বাহিনীর সাথে যুক্ত কয়েকজন প্রাক্তন আধিকারিক দাবি করেছেন যে, তাঁরা মহাকাশে এমন এলিয়েন (Alien) স্পেসক্রাফট দেখেছেন। মার্কিন নৌবাহিনীতে দায়িত্ব পালনকারী রায়ান গ্রেভস, ডেভিড ফ্রেভার এবং মার্কিন সামরিক বাহিনীর একজন কমব্যাট অফিসার ডেভিড গ্রুশ একই ধরণের দাবি করেছেন। তাঁরা বলেছেন যে, কর্মজীবনে তাঁরা বহুবার এলিয়েন শিপস দেখেছেন এবং তাদের তাড়াও করেছেন। তবে সেগুলি কখনও ধরা পড়েনি।

আরও পড়ুন: ফিরতে এখনও হবে দেরি! মহাকাশে চোখের সমস্যায় ভুগছেন সুনিতা, কি পরিকল্পনা NASA-র?

এলিয়েন সম্পর্কে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা কী বলছেন: এদিকে, এই বিষয়ে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, এলিয়েন থাকার দাবি নিয়ে এখন প্রশ্ন উঠেছে। মহাবিশ্বের কোথাও যদি এলিয়েন (Alien) থেকে থাকে এবং তারা UFO-তে চেপে পৃথিবীতে বেড়াতে আসে তাহলে কেন তাদের কেবল আমেরিকাতেই দেখা যায়। বাকি বিশ্বে আর কোথাও দেখা যায়না কেন?। অনেকে আবার মনে করছেন, আমেরিকান সরকার বছরের পর বছর ধরে গোপন মহাকাশ কর্মসূচি চালাচ্ছে। যেখানে UFO-র মতো যানের পরীক্ষা করা হয়। যখন সেগুলিকে উড়তে দেখা যায়, তখন গুজব ছড়ানো হয় যে সেগুলি এলিয়েন শিপস।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর