‘পুলিশ..,’ অকারণে ইস্টবেঙ্গল-মোহনবাগান সমর্থকদের মিছিলে লাঠিচার্জ! হাইকোর্টে মামলা

বাংলা হান্ট ডেস্কঃ আর জি কর (RG Kar) নিয়ে তোলপাড় চলছে গোটা রাজ্যে। দিকে দিকে প্রতিবাদ, আন্দোলন। এরই মাঝে গতকাল ডার্বি বাতিল হওয়ার পর ফুঁসতে শুরু করে কলকাতার তিন ফুটবল ক্লাব। পুলিশের বিরুদ্ধে ও তিলোত্তমার হয়ে বিচার চেয়ে কাঁধে কাঁধ মিলিয়ে পথে নামেন ইস্টবেঙ্গল ও মোহনবাগানের (East Bengal and Mohun Bagan) সমর্থকরা। এদিকে সেই শান্তিপূর্ণ মিছিলে হটাৎই লাঠিচার্জ শুরু করে পুলিশ। এমনটাই অভিযোগ। এবার সেই ঘটনায় পুলিশের ‘অমানবিক’ আচরণের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) দায়ের হল মামলা।

‘লজ্জাজনক কাজ করেছে পুলিশ’, হাইকোর্টে মামলা (Calcutta High Court)

সূত্রের খবর, আইনজীবী রিজু ঘোষাল এদিন মামলা করেন কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে। তার অভিযোগ, ফুটবল ক্লাবের সমর্থকরা যেখানে শান্তিপূর্ণভাবে মিছিল করছিল সেখানে নির্বিচারে লাঠি চার্জ করে পুলিশ। ১০০ জনের বেশি সমর্থককে গ্রেফতারও করা হয়।

এদিন রবিবারের এই ইস্যুত পুলিশের আচরণের বিরুদ্ধে হাইকোর্টকে স্বতঃস্ফূর্ত মামলা গ্রহণের আর্জি জানান আইনজীবী রিজু ঘোষাল। তার দাবি, এভাবে কোনো কারণ ছাড়া লাঠি চার্জ করে লজ্জাজনক কাজ করছে পুলিশ। আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে মামলাটি গ্রহণ করেছেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম।

High Court

আরও পড়ুন: পাশ করলেই কড়কড়ে ৫০০০ টাকা পাবে পড়ুয়ারা, রাজ্য সরকারের এই স্কলারশিপে চলছে আবেদন

ওদিকে গতকাল ডার্বি ম্যাচের আন্দোলনে যোগ দিতে গিয়ে এক ইস্টবেঙ্গল সমর্থককে সাঁতরাগাছি থেকে পুলিশ গ্রেফতার করে। তারপর থেকে তার আর খোঁজ মেলেনি বলে পরিবারের অভিযোগ। এই নিয়েও মামলা হয় হাইকোর্টে। অভিযোগ, একজন নয়, বেশ কয়েকজনকে পুলিশ আটক করে নিয়ে যায়। এদিন প্রধান বিচারপতির এজলাসে মামলার শুনানিতে রাজ্যের তরফে আইজীবী জানিয়েছেন, আজই আটক করা ইস্টবেঙ্গল সমর্থককে ছেড়ে দেবে পুলিশ।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর