এবার ঘরে বসেই হবে ধনবর্ষা! মহিলারা শুরু করুন এই কাজগুলো; ব্যস! লাখপতি হওয়া কে আটকায়

বাংলাহান্ট ডেস্ক : অনেক মহিলাই আজকাল চান উপার্জন করতে। তবে ঘর-সংসার সামলে সবাই চাকরি করে উঠতে পারেন না। তবে এমন কিছু ব্যবসা (Business) রয়েছে যা ঘরে বসে করা যায়। এর ফলে একদিকে যেমন আপনি সামলাবেন সংসার, তেমনই অপরদিকে হয়ে উঠবেন উদ্যোগপতি।

আজকে তেমনই কিছু বিজনেস আইডিয়া (Business Idea) সম্পর্কে আলোচনা করব।

• হ্যান্ডিক্রাফট : হাতের কাজে অনেক মহিলা পারদর্শী হন। ঘরে বসে তাই শুরু করতে পারেন হ্যান্ডিক্রাফটের কাজ। স্থানীয়ভাবে এই ব্যবসা (Business) শুরু করলে দ্রুত বাজার ধরা যায়।

• মোমবাতি : আমাদের নিত্যদিনের কাজে মোমবাতি খুবই প্রয়োজনীয় একটি দ্রব্য। ঘরে বসে মোমবাতি তৈরি করে বিক্রি করতে পারলে ভালো লাভের (Profit) সম্ভাবনা রয়েছে। এছাড়াও আজকাল বাজারে সুগন্ধি মোমবাতির চাহিদা বেড়েছে। তাই সুগন্ধি মোমবাতি তৈরি করেও লাভ করতে পারেন মোটা টাকা।

আরোও পড়ুন : অবিশ্বাস্য! বদলে যায় নদীর রং! ১,২ নয়; তাও আবার ৫টি কালার! অবাক করা ঘটনাটি ঘটে এই দেশে

• জুয়েলারি : জুয়েলারি পছন্দ করেন না এমন মহিলা খুঁজে পাওয়া দায়। আবার একজন মহিলা নিজের শৈল্পিক প্রতিভা দিয়ে সুন্দর ডিজাইনের জুয়েলারি তৈরি করতে পারেন। জুয়েলারি তৈরির ব্যবসা (Business) ঘরে বসে করাই যায়।

• অনলাইন কোচিং : ইন্টারনেটের যুগে অনলাইন কোচিংয়ের জনপ্রিয়তা বেড়েছে বহুগুণ। আপনি যেকোনও বিষয় নিয়ে শুরু করতে পারেন অনলাইন কোচিং ক্লাস। এই ধরনের অনলাইন কোচিং ক্লাস থেকে অনেকে মাসে লাখ লাখ টাকা রোজগার (Income) করছেন।

আরোও পড়ুন : ৫ টাকার নোটেই হবে ভাগ্য বদল! অবাক লাগছে? লাখপতি হওয়ার এটাই সুবর্ণ সুযোগ

• ব্লগিং : যারা লেখালেখি করতে ভালোবাসেন তারা ব্লগিং করতে পারেন। বর্তমান সময়ে বেশ জনপ্রিয় ব্লগিং।

Business Idea

• ইভেন্ট প্ল্যান : বাড়ির যেকোনও অনুষ্ঠানের আয়োজন বা প্ল্যানিং মহিলাদের থেকে আর কেই বা ভালো করতে পারে? তাই অনেকের ইভেন্ট প্ল্যানার হিসেবে প্রথম পছন্দ থাকেন মহিলারা। ইভেন্ট প্ল্যানিং ব্যবসা (Business) শুরু করে মোটা টাকা রোজগার করতে পারেন মাসে।

• কনটেন্ট রাইটিং : বিভিন্ন সোশ্যাল মিডিয়া ও অনলাইন সাইট কনটেন্ট রাইটার নিযুক্ত করে। আপনার যদি লেখার হাত ভালো থাকে এবং বিভিন্ন বিষয়ে সম্পর্কে জ্ঞান থাকে তাহলে কনটেন্ট রাইটিং করে মাসে রোজগার করতে পারেন।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর