ইদে বোনের কাছ থেকে এই বিশেষ উপহার পেলেন শাহরুখ !

বাংলা hunt ডেস্ক : তার এক বোন রয়েছে, কিন্তু সে থাকেনা এখানে।থাকেন পাকিস্তানের পেশোয়ারে।প্রতি বছর বোনের থেকে কিছু না কিছু উপহার আবদার করেন শাহরুখ।ভাইয়ের আবদার রাখতে কোনও কসুর রাখে না বোন।এবারও তার অনথ‍্যায় হয়নি।

আবদার এবছরও করেছিলেন শাহরুখ।কিন্তু নিজের জন্য নয় , বরং ছেলে আরিয়ানের জন্য পেশোয়ারি চপ্পল চেয়েছিলেন কিং খান।সম্প্রতি পেশোয়ার থেকে শাহরুখের বোন নূর জাহান জানান শাহরুখের আবদারের কথা।কিন্ত দাদ- ভাইপো দুজনের জন্যে চপ্পল পাঠিয়েছেন তিনি।

3f1c0 792886 srkপ্রসঙ্গত, বর্তমানে ছবির দুনিয়া থেকে সাময়িক বিরতি নিয়েছেন শাহরুখ।তার মুক্তি পাওয়া শেষ ছবি ” জিরো ” দর্শকদের প্রত‍্যাশা পূরণে দারুণ ভাবে ব‍্যার্থ হয়।এই ছবি মুক্তির পর একাধিক ছবির সাথে শাহরুখের নাম জড়ালেও আদপে তা ভূয়ো খবরে পরিনত হয়েছিল।

 

সম্পর্কিত খবর