আম্বানি-আদানি-টাটার মধ্যে কে দেন সবথেকে বেশি ট্যাক্স? সামনে এল অবাক করা পরিসংখ্যান

বাংলা হান্ট ডেস্ক: বর্তমানে ভারত (India) তথা সমগ্র এশিয়ার শ্রেষ্ঠ ধনকুবের হিসেবে বিবেচিত হচ্ছেন মুকেশ আম্বানি। যিনি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের (RIL) মালিক। তিনি ২০২৩ অর্থবর্ষে ভারতের সর্বোচ্চ করদাতা হিসেবেও বিবেচিত হয়েছেন। তাঁর কোম্পানি সরকারকে ২০,৭১৩ কোটি টাকারও বেশি ট্যাক্স দিয়েছে। জানিয়ে রাখি যে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ফরচুন ৫০০ তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে। এদিকে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ হল ভারতের বৃহত্তম সংস্থা। যার মার্কেট ক্যাপ ১৯.৬৮ লক্ষ কোটি টাকা।

ভারতে (India) কারা দেয় সবথেকে বেশি ট্যাক্স:

রিলায়েন্সের পরে ভারতের (India) দ্বিতীয় এবং তৃতীয় সর্বোচ্চ কর প্রদানকারী ব্যাঙ্কগুলি হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) এবং HDFC ব্যাঙ্ক৷ গত অর্থবর্ষে SBI ১৭,৬৪৯ কোটি টাকা ট্যাক্স দিয়েছে। এদিকে, HDFC ব্যাঙ্ক ১৫,৩৫০ কোটি টাকা ট্যাক্স প্রদান করেছে বলেও জানা গিয়েছে।

Which billionaire pays the highest taxes in India?

১৪,৬০৪ কোটি টাকা কর দিয়েছে TCS: জানিয়ে রাখি যে, টাটা গ্রুপের IT কোম্পানি টাটা কনসালটেন্সি সার্ভিসেস (TCS) ২০২৩ অর্থবর্ষে ১৪,৬০৪ কোটি টাকা ট্যাক্স দিয়েছে। এটি ভারতের (India) দ্বিতীয় বৃহত্তম তালিকাভুক্ত কোম্পানি। উল্লেখ্য যে, রতন টাটা হলেন বর্তমানে টাটা গ্রুপের চেয়ারম্যান এমেরিটাস।

আরও পড়ুন: ধীরে ধীরে ট্র্যাকে ফিরছে বাংলাদেশ! ১ মাসের বিরতির পর ফের খুলল শিক্ষা প্রতিষ্ঠান

এদিকে, ভারতের (India) চতুর্থ বৃহত্তম কোম্পানি ICICI ব্যাঙ্ক ২০২৩ অর্থবর্ষে ১১,৭৯৩ কোটি টাকা কর প্রদান করেছে। ২০২৩ সালে ICICI ব্যাঙ্কের CEO হিসেবে নিযুক্ত হন সন্দীপ বক্সী। এদিকে, দেশের IT সেক্টরের আরেকটি বড় কোম্পানি ইনফোসিস ২০২৩-এর অর্থবর্ষে ৯,২১৪ কোটি টাকা ট্যাক্স দিয়েছে। ইনফোসিস বিশ্বের ৫৬ টিরও বেশি দেশে কাজ করে। এই সংস্থার ভিত্তি স্থাপন করেছিলেন এন আর নারায়ণ মূর্তি।

আরও পড়ুন: ধেয়ে আসছে বিপদ? এই শহরের আকাশে দেখা গেল ৬০ টিরও বেশি UFO, ঘুম উড়ল বাসিন্দাদের

শীর্ষ ১০ করদাতার তালিকায় নেই গৌতম আদানি: সবথেকে অবাক করা বিষয় হল, আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি ভারতের (India) শীর্ষ ১০ করদাতার মধ্যে অন্তর্ভুক্ত নন। কারণ ভারতে কর্পোরেট ট্যাক্স সংস্থার মার্কেট ক্যাপের পরিবর্তে মুনাফার ওপর ধার্য করা হয়। এমতাবস্থায়, আদানি গ্রুপের যথেষ্ট মার্কেট ক্যাপ থাকলেও, তা মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ বা অন্যান্য শীর্ষ সংস্থাগুলির মতো একই স্কেলে লাভ করে না।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর