বাবার শর্তে বাধ্য হয়ে জয়াকে বিয়ে! এ কোন তথ্য প্রকাশ্যে আনলেন অমিতাভ?

কৌন বানেগা ক্রোড়পতি ১৬-এর সাম্প্রতিক পর্বে, অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) স্ত্রী জয়া বচ্চনের সঙ্গে তাঁর সম্পর্ক, প্রেম এবং বিবাহ সম্পর্কে গোপন অনেক আকর্ষণীয় তথ্য প্রকাশ করেছেন। সোমবার, ১৯ আগস্টের এপিসোডে, এই সব ঘটেছিল দেখা গিয়েছিল। এদিন হট সিটে বসেছিল কাজল ও তাঁর ছেলে বেদ। হোস্ট অমিতাভকে (Amitabh Bachchan) জিজ্ঞাসা তিনি জিজ্ঞাসা করেছিলেন কীভাবে তাঁদের রোমান্স শুরু হয়, কে কাকে
প্রপোজ করেছিল? মজার ব্যাপার হল বিগ বিও কাজলের প্রতিটি প্রশ্নের উত্তর দিয়েছেন হাসিমুখে।

কাজল প্রশ্ন করেন, বিয়ের আগেও কি অমিতাভ জয়াকে ‘জয়া জি’ বলে ডাকতেন? এতে বিগ বি হাসতে শুরু করেন এবং বলেছিলেন যে তিনি জয়া বচ্চনের নামের সঙ্গে এই ‘জি’ যোগ করেন। অমিতাভ তাঁর স্ত্রীর প্রতি শ্রদ্ধা প্রদর্শনে বিশ্বাসী তাই এটি করেন। কাজল জিজ্ঞেস করলেন, দুজনের মধ্যে কে প্রথমে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন? এ বিষয়ে অমিতাভ বচ্চন বলেন, ‘আমাদের একটা গ্রুপ ছিল, যেখানে আমরা একসঙ্গে দেখা করতাম এবং আড্ডা দিতাম। আমি আর জয়া জঞ্জিরে একসঙ্গে করেছি। তখন থেকেই আমাদের আলাপ, প্রেম।’ প্রসঙ্গত, ১৯৭৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘জাঞ্জির’ অমিতাভ বচ্চনকে স্টারডম এবং ‘অ্যাংরি ইয়াং ম্যান’ উপাধি দিয়েছিল।

Amitabh Bachchan

অমিতাভ (Amitabh Bachchan) তাঁর স্ত্রীর প্রতি শ্রদ্ধা প্রদর্শনে বিশ্বাসী তাই এটি করেন

শোতে জয়া বচ্চনের সঙ্গে তাঁর প্রেমের গল্প সম্পর্কে অমিতাভ আরও একটি মজার প্রকাশ করেছিলেন। তিনি বলেন, ‘আমি এবং জয়া সহ আমাদের গ্রুপ ঠিক করেছিলাম ‘জাঞ্জির’ হিট হলে অসাধারণ কিছু একটা করব। পুরো দল সিদ্ধান্ত নিয়েছে যে ছবিটি সফল হলে তারা লন্ডন ভ্রমণে যাবে।’

অমিতাভ আরও বলেন, ‘ভগবানের কৃপায় আমাদের ছবিটি ভালো হয়েছে এবং আমরা ভ্রমণে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা বাড়িতে আমাদের বাবা-মাকে জানিয়েছিলাম যে আমরা ছুটি নিতে চাই, যেহেতু ছবিটি ভাল হয়েছে, তাই আমরা লন্ডনে ভ্রমণ করব। তখন আমার শর্ত দিয়েছিলেন যে জয়া যদি তাঁর সঙ্গে লন্ডনে যান, তাহলে বিদেশে যাওয়ার আগে তাঁকে বিয়ে করতে হবে।’ এরপর তাঁর বাবার শর্তে রাজি হয়ে দুজনেই বিয়ে করেন।

Pousali Chakraborty
Pousali Chakraborty

সংবাদের প্রতি টানে ব্রেকিংয়ের দুনিয়ায় পা দেওয়া পৌষালীর। দর্শন নিয়ে স্নাতকে এগোলেও পরবর্তী পথ চলাটা খবরের দিকে ঘুরে যায়। জীবনে আসে যাদবপুর থেকে পড়ার অল্প সময়ের সুযোগ। টলিপাড়ায় উঁকি দেওয়া থেকে বাইশ গজের পিচে কার ঝুলিতে কত রান, দুই দিকেই নজর ঘোরাতে ভালোবাসেন পৌষালী। পর্দার অনুষ্কা-মাঠের বিরাট দু'জনের খবর সমান তালে রাখার চেষ্টা করে। অবসর সময় কাটে নাচ, বই, ম্যাগাজিনে চোখ বুলিয়ে।

সম্পর্কিত খবর