BanglaHunt : সুস্মিতা সেনের সোশ্যাল মিডিয়ার দিকে নজর দিলে দেখা যাবে, দুই মেয়ে সহ নিজের কাশ্মীরি বয়ফ্রেন্ড, সকলের সাথেই বেশ প্রানবন্ত ছবি দেখতে পোস্ট করেছেন সুস্মিতা। তার হাসি খুশি ছবিগুলো দেখে মনে হতে পারে কত ভালোই না আছেন তিনি, কিন্তু এই হাসির পেছনে যে গভীর ক্ষতটা লুকানো ছিল তা এতদিন জানা ছিল না কারোরই। সম্প্রতি সুস্মিতা নিজেই জানালেন তার শারীরিক সমস্যার কথা। বেশ গুরুতর অসুখে ভুগছেন তিনি। ঠিক কি হয়েছে সুস্মিতা সেনের?
এক সাক্ষাৎকারে নিজের অসুস্থতার বিষয়টি খোলসা করে সুস্মিতা বলেন “ডাক্তার আমাকে জানাল, করটীসোল হরমন তৈরি বন্ধ হয়েছে আমার শরীরে। আমি দিন দিন ভীষণ ভাবে দুর্বল হয়ে পড়ছি অ্যাাড্রিনাল গ্রন্থি ঠিকঠাক করে কাজ না করায়।“
আবার সুস্থ জীবনে ফিরতে হলে, প্রতিদিন ৮ ঘন্টা অন্তর তাকে স্টেরয়েড নেওয়ার পরামর্শ দিয়েছেন ডাক্তার। সুস্মিতা জানান “এই স্টেরয়েডই আমাকে বাঁচিয়ে রেখেছে।“