আরজি কর কাণ্ডে তুমুল ট্রোলড! রাত পোহালেই বিরাট ‘কাণ্ড’ ঘটাচ্ছেন সৌরভ! তোলপাড় বাংলা

বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের সঙ্গে যে নৃশংস ঘটনা ঘটেছে তার প্রতিবাদে নেমেছে গোটা বাংলা। নিত্যদিনই রাজ্যের কোনও না কোনও প্রান্তে মিছিল বেরোচ্ছে। সমাজমাধ্যম ছেয়ে গিয়েছে নানান পোস্টে। তারকা থেকে শুরু করে সাধারণ মানুষ, প্রায় সকলে এই নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন। বাদ যাননি সৌরভ গঙ্গোপাধ্যায়ও (Sourv Ganguly)। যদিও তা নিয়ে বেশ ট্রোলও হতে হয় তাঁকে।

আরজি কর কাণ্ডের প্রতিবাদে কী করতে চলেছেন ‘মহারাজ’ (Sourav Ganguly)?

তরুণী চিকিৎসকের ধর্ষণ, খুনের ঘটনায় (RG Kar Incident) সৌরভ যে মন্তব্য করেছিলেন তাতে ফুঁসে উঠেছিলেন অনেকে। এই ঘটনাকে তিনি কীভাবে বিচ্ছিন্ন ঘটনা বললেন? এই প্রশ্ন তুলেছিলেন বহু মানুষ। ‘দাদাগিরি’ বয়কটের ডাকে যখন উত্তাল নেটপাড়া, সেই সময় সমাজমাধ্যমের প্রোফাইল পিকচার কালো করে নীরব প্রতিবাদ করেছেন দাদা। এবার সামনে এল বড় খবর!

সম্প্রতি সৌরভ, ডোনা এবং সানা তিনজনেই নিজেদের সমাজমাধ্যমের ডিপি কালো করেছেন। তবে এখানেই থেমে থাকলেন না গঙ্গোপাধ্যায় পরিবারের সদস্যরা। আরজি কর কাণ্ডের প্রতিবাদে এবার পথে নামার সিদ্ধান্ত নিলেন সৌরভ-পত্নী (Dona Ganguly)।

আরও পড়ুনঃ ইন্দ্রকুমারের খেল খতম! মৃত্যুর নাটক করে বর্ষাকে ন্যায় দেবে পর্ণা! টিভির আগেই ফাঁস তুলকালাম পর্ব

অনেকেই জানেন, বেহালায় ডোনার নিজস্ব নাচের স্কুল রয়েছে। এবার সেই দীক্ষামঞ্জরীর তরফ থেকে পদমিছিলের ডাক দেওয়া হল। আরজি করের তরুণী চিকিৎসকের বিচার চেয়ে এবার পথে নামছেন সৌরভ জায়া। ২১ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টায় এই মিছিল শুরু হবে। শোনা যাচ্ছে, সেই মিছিলে নাকি হাঁটতে দেখা যাবে ‘মহারাজ’কেও।

Sourav Ganguly

তরুণী চিকিৎসকের ন্যায়বিচার এবং অপরাধীর শাস্তির দাবিতে ইতিমধ্যেই পথে নেমেছেন বাংলার একাধিক তারকা। সঙ্গীত শিল্পী থেকে শুরু করে বড়পর্দা, নাট্য জগতের অভিনেতা-অভিনেত্রী, বাদ যাননি কেউ। এবার শোনা যাচ্ছে, সেই তালিকায় জুড়তে চলেছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) নাম। সত্যি সত্যিই ‘দাদা’ মিছিলে হাঁটবেন কিনা তা জানার জন্য আগামীকাল অবধি অপেক্ষা করতে হবে সকলকে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর