বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর হাসপাতালে চিকিৎসকের ধর্ষণ, খুনের ঘটনায় গর্জে উঠেছে গোটা বাংলা। পথে নেমে চলছে প্রতিবাদ। সম্প্রতি নির্যাতিতার পরিবারের জন্য ১০ লক্ষের অনুদান ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নিহত তরুণীর পরিবার সেই টাকা নেননি। এবার এই ঘটনার জন্য টলিউড অভিনেত্রী তথা প্রাক্তন তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) ধর্ষণের হুমকি দিলেন এক ব্যক্তি।
মিমিকে (Mimi Chakraborty) ধর্ষণের হুমকি দিয়ে কী লিখলেন ওই নেটিজেন?
রশিদুল নামের ওই ব্যক্তি কমেন্ট করেন, ‘মিমি শুধুমাত্র একজন মেয়ে বলে ওর জন্য খারাপ ভাষা ব্যবহার করতে পারছি না। আজ মিমির সঙ্গে যদি এই ঘটনা ঘটত তাহলে কী করতিস? মিমির পরিবারকেও ১০ লক্ষ টাকা দিতিস নাকি? তাহলে মিমিকে আমার ঘরে পাঠিয়ে দিস, আমি ওর পরিবারকে ১০ লক্ষ দিয়ে দেব’।
শুধু এই ব্যক্তি নন, আরও একজন মিমিকে এভাবে ধর্ষণের হুমকি দিয়েছেন বলে খবর। এবার এই ঘটনায় মুখ বন্ধ না রেখে ফুঁসে উঠলেন অভিনেত্রী। আরজি কর কাণ্ডে (RG Kar Incident) নির্যাতিতার পরিবার অনুদানের টাকা ফিরিয়ে সঠিক বিচার চাওয়ার পরেই এই ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে।
আরও পড়ুনঃ আরজি কর কাণ্ডে তুমুল ট্রোলড! রাত পোহালেই বিরাট ‘কাণ্ড’ ঘটাচ্ছেন সৌরভ! তোলপাড় বাংলা
মিমি এদিন এই ঘটনার তীব্র নিন্দা করে লেখেন, আর আমরা একজন মহিলার জন্যই ন্যায়বিচার চাইছি, তাই না? এরা হল অনেকের মধ্যে কিছুজন। এই বিষাক্ত পুরুষ সমাজ এখন ধর্ষণের হুমকিকে সাধারণ করে তুলেছে। সেই সঙ্গেই আবার ভিড়ের মধ্যে মিশে গিয়ে বলছে যে তাঁরা নাকি মেয়েদের পাশে আছে। এটা কোন শিক্ষার পরিচয়?’ নিজের এই পোস্টে কলকাতা পুলিশকেও ট্যাগ করেছেন নায়িকা (Mimi Chakraborty)।
উল্লেখ্য, গত ৯ আগস্ট আরজি কর হাসপাতালের চারতলার সেমিনার রুম থেকে এক তরুণী চিকিৎসকের নিথর দেহ উদ্ধার হয়। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। ইতিমধ্যেই এই ঘটনায় একজন সিভিক ভলেন্টিয়ার গ্রেফতার হয়েছেন। তবে অনুমান করা হচ্ছে, এই ঘটনার সঙ্গে একাধিক ব্যক্তি জড়িত থাকতে পারেন। বর্তমানে আরজি কর কাণ্ডের তদন্ত করছে সিবিআই।