বড়পর্দায় এবার ‘বজরঙ্গি ভাইজান ২’? কী বললেন পরিচাললক?

কবির খান সালমান খানের ব্লকবাস্টার (Bajrangi Bhaijaan) ছবি ‘বজরঙ্গি ভাইজান’ পরিচালনা করেছিলেন। এই সিনেমার সিক্যুয়াল চায় প্রত্যেক দর্শক। সম্প্রতি খবরে এসেছে এই ছবির (Bajrangi Bhaijaan) সিক্যুয়াল তৈরি করা হবে। তবে এই বিষয়ে এবার প্রথম মুখ খুললেন ছবির পরিচালক কবির খান।

কবির খান বলেন, ‘ছবির সিক্যুয়াল তখনই তৈরি করতে হবে যখন ভালো গল্প পাওয়া যাবে এবং সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে।’ আইএএনএস-এর সঙ্গে একটি বিশেষ কথোপকথনে তিনি বলেছিলেন, ‘একদম না। আমি প্রথম বলেছি যে প্রতিটি ব্লকবাস্টার মুভির সিক্যুয়াল লাগে না। এই কারণেই আমি আমার ফিল্ম কেরিয়ারে সিক্যুয়াল করিনি।’

Bajrangi Bhaijaan

কবির খান সালমান খানের ব্লকবাস্টার ছবি ‘বজরঙ্গি ভাইজান’ পরিচালনা করেছিলেন

চলচ্চিত্র নির্মাতা কবির খান জানান, তাঁর জনপ্রিয় ছবির সিক্যুয়াল নির্মাণের জন্য তাঁকে বহুবার বলা হয়েছে। তিনি বলেন, ‘যখনই আমার কোনো সফল ছবি এসেছে, মানুষ আমাকে এই ছবির সিক্যুয়াল তৈরি করতে বলেছে। নিউইয়র্ক, টাইগার এবং বজরঙ্গি ভাইজান ছবির পর আমাকে এটা বলা হয়েছিল। কিন্তু, আমি কখনোই তা করিনি। সুতরাং, আমিই প্রথম ব্যক্তি যে বলে যে শুধুমাত্র একটি চলচ্চিত্র সফল হওয়ার কারণে তার সিক্যুয়াল তৈরি করা উচিত নয়।’

চলচ্চিত্র প্রসঙ্গে কবির খান বলেন, ‘সিক্যুয়াল তখনই তৈরি করা উচিত যখন আপনি এমন একটি গল্প পাবেন যা সেই গল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার যোগ্য।’ কবির বলেছেন যে , ‘আমি কখনওই বলিনি যে বজরঙ্গি ভাইজান’-এর সিক্যুয়েলে কাজ করছেন। আমাকে শুধু বলতে হবে হ্যাঁ, হয়তো কখনো কখনো ভালো স্ক্রিপ্ট আসে যা ‘বজরঙ্গি’-এর সিক্যুয়েল হওয়ার যোগ্য। তাহলে আমি এটা করতে চাই। তবে, এটি শুধু এই কারণে নয় যে এটি ইন্ডাস্ট্রির অন্যতম সফল চলচ্চিত্রের একটি সিক্যুয়েল প্রয়োজন।’


Pousali Chakraborty
Pousali Chakraborty

সংবাদের প্রতি টানে ব্রেকিংয়ের দুনিয়ায় পা দেওয়া পৌষালীর। দর্শন নিয়ে স্নাতকে এগোলেও পরবর্তী পথ চলাটা খবরের দিকে ঘুরে যায়। জীবনে আসে যাদবপুর থেকে পড়ার অল্প সময়ের সুযোগ। টলিপাড়ায় উঁকি দেওয়া থেকে বাইশ গজের পিচে কার ঝুলিতে কত রান, দুই দিকেই নজর ঘোরাতে ভালোবাসেন পৌষালী। পর্দার অনুষ্কা-মাঠের বিরাট দু'জনের খবর সমান তালে রাখার চেষ্টা করে। অবসর সময় কাটে নাচ, বই, ম্যাগাজিনে চোখ বুলিয়ে।

সম্পর্কিত খবর