Alto, Brezza, WagonR….এবার এই কারণে সস্তা হতে চলেছে মারুতির গাড়িগুলি! মিস করবেন না সুযোগ

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে দেশের বৃহত্তম অটো কোম্পানি হিসেবে বিবেচিত হচ্ছে মারুতি সুজুকি (Maruti Suzuki) ইন্ডিয়া লিমিটেড। এই সংস্থার প্রসঙ্গেই এবার একটি বড় তথ্য সামনে এসেছে। অনুমান করা হচ্ছে যে, এই সংস্থার গাড়িগুলি আগামী দিনে সস্তা হতে পারে। ২০২৪-২৫ সালের প্রথম ত্রৈমাসিকে, কোম্পানির উৎপাদন গত বছরের তুলনায় ৭.৪ শতাংশ বেড়েছে। এই সময়ে কোম্পানিটি ৪,৯৬,০০০ গাড়ি তৈরি করেছে। কিন্তু, সংশ্লিষ্ট সময়ে এই কোম্পানির বিক্রি বেড়েছে মাত্র ১.২ শতাংশ।

সস্তা হতে চলেছে মারুতির (Maruti Suzuki) গাড়িগুলি:

জানিয়ে রাখি যে, এপ্রিল-জুন ত্রৈমাসিকে সংস্থাটি (Maruti Suzuki) ৪,২৭,০০০ গাড়ি বিক্রি করেছে। তার মানে ডিলারের কাছে এখনও ভালো পরিমাণ ইনভেন্টরি পড়ে আছে। সংস্থাটি জানিয়েছে, বছরের প্রথম ত্রৈমাসিকে ভারতের বাজারে যাত্রীবাহী গাড়ির চাহিদা প্রত্যাশার চেয়ে কম ছিল। সেই কারণে সংস্থাটি ডিলার ইনভেন্টরি কমাতে তার উৎপাদন সামঞ্জস্য করছে।

Maruti Suzuki cars are going to be cheaper due to this reason.

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, কোম্পানির (Maruti Suzuki) সংখ্যাগরিষ্ঠ শেয়ারহোল্ডার সুজুকি মোটর কর্পোরেশন একটি কনফারেন্স কলে বলেছে যে, সংস্থাটি বাজারের স্টক কমাতে তার উৎপাদন সামঞ্জস্য করছে। কোম্পানিটি চাহিদার প্রবণতার দিকেও নজর রাখছে। সংস্থাটি জানিয়েছে, “উৎসবের মরশুম আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং কোম্পানি চাহিদার প্রবণতার ওপর গভীর নজর রাখবে।”

আরও পড়ুন: এবার বিশ্বজুড়ে বাজল RBI গভর্নরের ডঙ্কা! গড়লেন বিরাট নজির, প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী

এদিকে, চাহিদা হ্রাসের কারণে, ডিলারদের কাছে ইনভেন্টরি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ফেডারেশন অফ অটোমোবাইল ডিলার্স অ্যাসোসিয়েশন (FADA) সাম্প্রতিক মাসগুলিতে সোসাইটি অফ ইন্ডিয়ান অটোমোবাইল অ্যাসোসিয়েশন (SIAM)-কে ডিলারদের ইনভেন্টরি বৃদ্ধির বিষয়ে দু’টি চিঠি লিখেছে।

আরও পড়ুন: রাশিয়ার সাথে এবারে শেষ হবে যুদ্ধ? পোল্যান্ড-ইউক্রেন সফরে রওনা হলেন প্রধানমন্ত্রী মোদী, তাকিয়ে গোটা বিশ্ব

FADA জানিয়েছে যে, তার সদস্য ডিলারদের কাছে প্রায় ৭,৩০,০০০ গাড়ির ইনভেন্টরি রয়েছে। যা দুই মাসের বিক্রির সমতুল্য। তবে, SIAM দাবি করেছে যে, এই সংখ্যাটি ৪,০০,০০০ ইউনিটের কাছাকাছি। সুজুকি মোটর কর্পোরেশন বিশ্লেষকদের বলেছে যে সাধারণত প্রথম ত্রৈমাসিকে ভারতীয় বাজারে চাহিদা কম থাকে। তবে এবার চাহিদা প্রত্যাশার চেয়েও কম ছিল। মূলত, লোকসভা নির্বাচন, অতিবৃষ্টি ও তাপপ্রবাহ এর কারণ হতে পারে। এদিকে, ইনভেন্টরি বৃদ্ধির সাথে সাথে কোম্পানিটি অ্যাডজাস্টমেন্ট করছে। গত বছরের তুলনায় এই বছর উৎসবের মরশুম তাড়াতাড়ি শুরু হচ্ছে। এমতাবস্থায়, চাহিদা বৃদ্ধি ঘটলে উৎসবের মরশুমে গাড়ি ভালো বিক্রি হতে পারে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর