ভুলে যান বিদেশের সাহায্য! এই রাজ্যে মিলল দুর্লভ খনিজের সন্ধান! রাতারাতি ‘মালামাল’ হবে ভারত

বাংলাহান্ট ডেস্ক : ভারতকে বরাবর খনিজ সম্পদের আখড়া বলা হয়। কয়লা, চুনাপাথর, বক্সাইট, মিকা, লোহা, সোনা, তামার মত নানান মূল্যবান খনিজ সম্পদ রয়েছে আমাদের দেশের গর্ভে। আর এই খনিজ সম্পদগুলি বেশিরভাগই রয়েছে ভারতের পূর্বাঞ্চলে। যেমন- উড়িষ্যা, মধ্যপ্রদেশ, ঝাড়খন্ড, বিহার, ছত্রিশগড় এবং রাজস্থানে।

রাজস্থানে (Rajasthan) মিলল দুর্লভ খনিজ

এই রাজ্যগুলির মধ্যে এবার রাজস্থানের (Rajasthan) ১২টি জেলায় বিরল খনিজ পদার্থের সন্ধান পাওয়া গিয়েছে। বিরল এই খনিজ পদার্থগুলির মধ্যে রয়েছে কার্বোনাইট এবং মাইক্রোগ্রানাইট শিলায় বাস্তানাসাইট, ব্রিটোলাইট, সিঙ্কাইসাইট এবং জেনোটাইম। আবার যে এমনটাই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। এইসব মূল্যবান পদার্থগুলি যেকোনও দেশের ভাগ্য বদলে দিতে পারে।

আরোও পড়ুন : এগিয়ে আসছে দিনক্ষণ! এসপ্ল্যানেড-শিয়ালদা মেট্রো জুড়বে কবে? প্রশ্ন আমজনতার

বহুমূল্যবান এই খনিজ পাওয়া গেলে তা থেকে নানান সামগ্রী তৈরীর জন্য কারখানা তৈরি করা হবে। তাতে বাড়বে কর্মসংস্থান। ঘটবে শিল্পের বিকাশ। এই খনিজগুলি মূলত ব্যাটারি তৈরিতে এবং নানান রকম ইলেকট্রনিক্স সামগ্রী তৈরিতে কাজে লাগানো হয়। বিশেষজ্ঞরা বলছেন, বহু মূল্যবান এই খনিজ ভারতের রাজস্থানে (Rajasthan) মিললে চীনের উপর ৯৫ শতাংশ নির্ভরশীলতা কমে যাবে। ফলে দেশের অর্থনীতি আরও উন্নত হবে।

Valuable gem

মনে করা হচ্ছে যে, এই বহু মূল্যবান খনিজ পদার্থগুলির ফলে অন্যান্য দেশের উপর ভারতের নির্ভরতা ৯৫ শতাংশ কমে যাবে। সেই সঙ্গে ভারতের অর্থনৈতিক পরিস্থিতি একেবারে বদলে যেতে পারে। জানা যাচ্ছে, খনিজগুলির সন্ধানের জন্য, রাজস্থানে (Rajasthan) একটি আর্থ এলিমেন্ট এক্সিলেন্স সেন্টার প্রতিষ্ঠার পরিকল্পনা করা হয়েছে। এই সংস্থার মাধ্যমে খনিজগুলির খোঁজ চালান হবে। জানা গেছে এই কাজে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর