সংবাদমাধ্যমের স্বাধীনতায় কোনো হস্তক্ষেপ নয়, সন্দীপের আর্জি খারিজ করে বড় নির্দেশ হাইকোর্টের

বাংলা হান্ট ডেস্কঃ আর জি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় (RG Kar Doctor Rape and Murder Case) সিবিআই এর স্ক্যানারে হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ (Sandip Ghosh)। টানা চার দিন ধরে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সন্দীপকে। এরই মাঝে তার বিরুদ্ধে বিস্ফোরক সব অভিযোগ সামনে আসছে। যা প্রকাশিত হচ্ছে সংবাদমাধ্যমে। এই আবহে আর জি কর ঘটনায় মিডিয়া যে সংবাদ প্রকাশ করছে তার উপরে সার্বিক নিষেধাজ্ঞা জারির আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছিলেন সন্দীপ। তবে এদিন তার আর্জিতে সাড়া দিল না উচ্চ আদালত।

সংবাদমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ নয়, জানাল হাইকোর্ট (Calcutta High Court)

বুধবার হাইকোর্টের বিচারপতি শম্পা সরকারের এজলাসে সন্দীপের এই মামলার শুনানি ছিল। সেখানেই মামলাকারীর আর্জি খারিজ করে হাইকোর্ট জানায়, এই পর্যায়ে সংবাদমাধ্যমের উপরে সার্বিক নিষেধাজ্ঞা জারির কোনো প্রয়োজনীয়তা রয়েছে বলে আদালত মনে করছে না। তবে যদি কোনো নির্দিষ্ট সংবাদ নিয়ে আর জি করের প্রাক্তন অধ্যক্ষর কোনো আপত্তি থাকে তবে তাকে প্রেস কাউন্সিলের দ্বারস্থ হওয়ার বা মানহানির মামলা করার মতো পরামর্শ দিয়েছে হাইকোর্ট।

এদিন আদালতে সন্দীপের আইনজীবী বলেন, সংবাদমাধ্যম তার মক্কেল সম্পর্কে এমন কিছু তথ্য প্রকাশ করছে যা ‘অসত্য’ এবং অবমাননাকরও বটে। সংবাদমাধ্যমে এই সকল তথ্য পরিবেশনের জন্য একদিকে যেমন তদন্ত প্রভাবিত হচ্ছে পাশাপাশি আর মক্কেলের সম্মানহানি ঘটছে। সন্দীপ ঘোষের বিরুদ্ধে জনরোষ হচ্ছে। ওদিকে সংবাদমাধ্যমের তরফে সন্দীপের অভিযোগ খারিজ করে যুক্তি দিয়ে আদালতে সবটা জানান এবিপি প্রাইভেট লিমিটেড-এর আইনজীবী। তিনি বলেন, মামলাকারীর এই বিষয়ে কোনো অভিযোগ থাকলে তিনি প্রেস কাউন্সিলের দ্বারস্থও হতে পারেন।

আদালতের পর্যবেক্ষণ, যেহেতু মামলাকারী অভিযুক্ত নন, এক্ষেত্রে ‘মিডিয়া ট্রায়াল’ এর বিষয় অপ্রাসঙ্গিক। তাছাড়া মামলাকারীকে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া নিয়ে সংবাদমাধ্যমে এমন কোনো ‘উস্কানিমূলক’ মন্তব্য প্রকাশ করেনি। সংবাদমাধ্যম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। সংবাদমাধ্যমের কাছে তথ্য জানার অধিকার সাধারণ মানুষের আছে।

Calcutta High Court a filed by RG Kar former Principal Sandip Ghosh

আরও পড়ুন: কেন ‘ধর্ষণ’ করে ‘খুন’ করা হয়েছিল আর জি করের চিকিৎসককে? তদন্তের পর সবটা ‘ফাঁস’ করল CBI

আর জি কর ইস্যুতে সংবাদমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ না করলেও একাধিক বিষয়ে সতর্ক করেছেন বিচারপতি। জিজ্ঞাসাবাদ সংক্রান্ত বিষয়ে সন্দীপ ঘোষের ‘ভূমিকা’ নিয়ে আগাম সিদ্ধান্ত বা মন্তব্য প্রকাশ করতে পারবে না সংবাদমাধ্যম। জিজ্ঞাসাবাদ পর্বের ‘অ্যানিমেশন’ নাট্যরূপও প্রকাশ করার উপর নিষেধাজ্ঞা দিয়েছে হাইকোর্ট (Calcutta High Court)।

পাশাপাশি কোনোভাবেই সংবাদমাধ্যমের নিজস্ব মতামত প্রকাশ করা যাবে না বলে জানিয়েছে আদালত। হাইকোর্টের নির্দেশ, কেবলমাত্র বস্তুগত সংবাদ পরিবেশন করতে হবে। সংবাদমাধ্যমকে কেবল খবর পরিবেশনের কাজ করতে বলা হয়েছে। কোনোভাবে সংবাদমাধ্যম যাতে ‘তদন্তকারী সংস্থার’ ভূমিকা না নেয় সেই বিষয়েও সতর্ক করেছে হাইকোর্ট। কোনও বিতর্ক বা আলোচনাসভার ক্ষেত্রে বক্তার নিজস্ব মন্তব্য যে সংবাদমাধ্যমের মতামত নয়, সেই বিষয়ে বিধিবদ্ধ সতর্কীকরণ দেওয়ার কথাও জানানো হয়েছে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর