দেব ভক্ত এবং জিৎ ভক্তদের লড়াইকে কেন্দ্র করে ধুন্ধুমার বসুশ্রী সিনেমা হল !

Published On:

বাংলা hunt ডেস্ক : আজ একই দিনে মুক্তি পেয়েছিলো বাংলার অন‍্যতম দুই সুপারস্টার দেব এবং জিৎ এর সিনেমা।এবং আজ ইদের ছুটির আমেজে সকলে উপস্থিত ছিলেন নিজের পছন্দের তারকার ছবি হলে দেখতে।

একদিকে জিৎ এর ” শেষ থেকে শুরু ” আর অন‍্যদিকে দেবের ” কিডন‍্যাপ ” । স্বাভাবিক ভাবেই দুটো ছবি দেখার জন্য দর্শক ছিলো চোখে পড়ার মতো।আর এই ছবিকে কেন্দ্র করেই ঋতিমতো ধুন্ধুমার কান্ড বেধে গেল এই দুই তারকার ভক্তদের মধ্যে বসুশ্রী হলের সামনে।

সূত্রের খবর সেই সময় সদ‍্য ভাঙে জিতের শেষ থেকে শুরু ছবির শো।একে একে দর্শকরা যখন বেরিয়ে আসছে হল থেকে ঠিক তখন দেব ভক্তরা নিজেদের ” সুপার হিরো” র ছবির পোস্টারে মালা পড়াচ্ছিলেন, ঠিক এমন সময় কিছু ফুলের কুঁচি এসে পড়ে কিছু জিৎ ভক্তদের গায়ে আর থেকে অশান্তির সৃষ্টি হয় বেঁধে দুই তারকা ভক্তদের মধ্যে।

যা পরবর্তী সময় বসুশ্রী হল চত্বর কে রনক্ষেত্রে পরিনত করে।

X