এক্কেবারে Safest City! এই শহরগুলোয় অন্ধকারেও নিশ্চিতে ঘুরতে পারবেন আপনি! ভারতের কী হাল ?

বাংলাহান্ট ডেস্ক : কিছুদিন আগে আর জি কর মেডিকেল কলেজে ঘটে গেছে ভয়াবহ ধর্ষণের ঘটনা। তারপর থেকেই স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে নারী নিরাপত্তা নিয়ে। এই আবহে বিশ্বের এমন কিছু শহর রয়েছে যেগুলি অত্যন্ত সুরক্ষিত (Safest City)। বিশেষ করে যারা পর্যটক তারা এমন জায়গায় ঘুরতে যেতে পছন্দ করেন যেগুলি নিরাপদ।

বিশ্বের সেরা ১০ নিরাপদ শহরের (Safest City) নাম

অপরাধ ও নিরাপত্তা সূচকে বিশ্বের সবথেকে সুরক্ষিত শহর (Safest City) হিসাবে উঠে এসেছে আবুধাবির (Abu Dhabi) নাম। নিরাপত্তার জন্য ৮৮.২ এবং অপরাধের জন্য ১১.৮ স্কোর করেছে এই শহর। ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট গ্লোবাল লাইভবিলিটি ইনডেক্স বলছে বিশ্বের সবথেকে বসবাসযোগ্য শহরের তালিকায় আবুধাবি রয়েছে প্রথম স্থানে।

আরোও পড়ুন : বড় খবর! এবার ১০ লক্ষ টাকার জেতার সুযোগ দিচ্ছে RBI, শুধু বলতে হবে এই সহজ প্রশ্নের উত্তর

আবুধাবিতে অপরাধের সংখ্যা বিশ্বের অন্যান্য শহরের তুলনায় সব থেকে কম (Safest City)। পর্যটকদের কাছে গত কয়েক বছরে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে এই শহর। সাদা মার্বেলে মোড়া দুর্দান্ত মসজিদ আবুধাবির অন্যতম আকর্ষণ। বিশ্বের বৃহত্তম গিঁটযুক্ত কার্পেট, গিল্ডেড ঝাড়বাতি, মার্বেল হল, মোজাইক শিল্পকর্মের জন্য প্রসিদ্ধ আবুধাবি।

আরোও পড়ুন : সুখবর! কর্মসংস্থানের উদ্যোগ নিল রাজ্য! এই জনপ্রিয় প্রকল্পে হবে কর্মী নিয়োগ, কীভাবে অ্যাপ্লাই করবেন ?

আবুধাবির একটি ঐতিহ্যবাহী গ্রাম হল লিওয়া মরূদ্যান। সাফারি জিপে চড়ে পর্যটকেরা আনন্দ নিতে পারেন টিলার। এছাড়াও মরুভূমির মধ্যে উটের পিঠে চেপে হতে পারে আপনার দারুন অভিজ্ঞতা। UAE ও ফ্রান্সের মধ্যে চুক্তির অধীনে পরিচালিত হয় লুভর আবুধাবি শিল্প জাদুঘর। ৮০০০ বর্গ মিটারের একটি আর্ট গ্যালারিতে প্রদর্শিত হয় গোটা বিশ্বের প্রত্নবস্তুগুলি। ২০১৯ সালে এখানে ২০ লক্ষ পর্যটক এসেছিলেন।

abudhabi

আবুধাবির পর তালিকায় সুরক্ষিত শহরগুলোর (Safest City) দ্বিতীয় স্থানে রয়েছে আজমান। তৃতীয় স্থানে দোহা, চতুর্থ স্থানে তাইপে, পঞ্চম স্থানে দুবাই, ষষ্ঠ স্থানে রাস আল খাইমা , সপ্তম স্থানে মাস্কাট, অষ্টম স্থানে হেগ, নবম স্থানে রয়েছে মিউনিখ এবং দশম স্থানে নরওয়ের শহর ট্রনহাইম রয়েছে। সেক্ষেত্রে ভারত (India) যে অনেকটা পিছিয়ে তা বলাই বাহুল্য।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর