বরা পাউ খেয়ে কেটেছে দিন, আজ কোটি টাকার মালিক, বঙ্গকন্যা দেবলিনার এই গল্প জানেন?

‘সাথ নিভানা সাথিয়া’ ধারাবাহিকে ‘গোপী’ ভূমিকায় অভিনয় করে ঘরে ঘরে জনপ্রিয় হয়ে ওঠা দেবলীনা ভট্টাচার্যের (Devoleena Bhattacharjee) কোনও আলাদা পরিচয়ের প্রয়োজন নেই। সম্প্রতি এই অভিনেত্রী ভক্তদের জানিয়েছেন যে তিনি মা হতে চলেছেন। আজ কোটি টাকার মালিক অভিনেত্রী। কিন্তু আপনি কি জানেন একটা সময় ছিল যখন দেবোলিনা (Devoleena Bhattacharjee) বরা পাউ খেয়ে দিন কাটাতেন। দেবোলিনা ভট্টাচার্য টিভিতে আত্মপ্রকাশ করার আগে, জুয়েলারি ডিজাইনিং করতেন। ‘ড্যান্স ইন্ডিয়া ড্যান্স ২’ দিয়ে টিভিতে ডেবিউ করেন দেবোলিনা।

এরপর ‘সানওয়ারে সবকে সপনে প্রীতো’-তে বানির চরিত্রে অভিনয় করতে দেখা যায় এই অভিনেত্রীকে। তিনি গোপী বাহুর চরিত্রে অভিনয় করে সর্বাধিক জনপ্রিয়তা পান। ‘সাথ নিভানা সাথিয়া’ ছবিতে ‘গোপী’ পুত্রবধূর চরিত্রে অভিনয় করে ঘরে ঘরে জনপ্রিয় হয়ে ওঠেন এই অভিনেত্রী। কিন্তু জানেন কি এত খ্যাতি পাওয়ার আগে অনেক সংগ্রামের মুখোমুখি হয়েছেন এই অভিনেত্রী। দেবোলিনা ভট্টাচার্য, জন্ম ২২ আগস্ট ১৯৮৫ সালে, একটি বাঙালি পরিবারে হয়।

Devoleena Bhattacharjee

একটা সময় ছিল যখন দেবোলিনা (Devoleena Bhattacharjee) বরা পাউ খেয়ে দিন কাটাতেন

দেবোলিনা ভট্টাচার্য দিল্লির ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি থেকে পড়াশোনা শেষ করেছেন। যাইহোক, এর পরে অভিনেত্রী তার স্বপ্নের ফ্লাইট দিতে মুম্বাই যাত্রা করেন। কিন্তু দেবোলিনা ইন্ডাস্ট্রিতে প্রবেশ করতে অনেক সংগ্রাম করেছেন। দেবোলিনা খুব দরিদ্র পরিবারের অন্তর্গত, তাঁর বাবা তাঁর শৈশবে মারা গিয়েছিলেন এবং তাঁর মা সিজোফ্রেনিয়ায় আক্রান্ত ছিলেন। সেই দিনগুলিতে, অভিনেত্রীও বরা পাউ খেয়ে দিন কাটাতেন।

কিন্তু দেবোলিনা হাল ছাড়েননি এবং অনেক সংগ্রামের পর আজ মুম্বাইয়ে কোটি টাকার মালিক এই অভিনেত্রী। এখন সে খুব বিলাসবহুল জীবনযাপন করছে। মিডিয়া রিপোর্ট অনুসারে, দেবোলিনা ভট্টাচার্যের মোট সম্পত্তির পরিমাণ প্রায় সাত কোটি টাকা অর্থাৎ ৪১ মিলিয়ন।

Pousali Chakraborty
Pousali Chakraborty

সংবাদের প্রতি টানে ব্রেকিংয়ের দুনিয়ায় পা দেওয়া পৌষালীর। দর্শন নিয়ে স্নাতকে এগোলেও পরবর্তী পথ চলাটা খবরের দিকে ঘুরে যায়। জীবনে আসে যাদবপুর থেকে পড়ার অল্প সময়ের সুযোগ। টলিপাড়ায় উঁকি দেওয়া থেকে বাইশ গজের পিচে কার ঝুলিতে কত রান, দুই দিকেই নজর ঘোরাতে ভালোবাসেন পৌষালী। পর্দার অনুষ্কা-মাঠের বিরাট দু'জনের খবর সমান তালে রাখার চেষ্টা করে। অবসর সময় কাটে নাচ, বই, ম্যাগাজিনে চোখ বুলিয়ে।

সম্পর্কিত খবর