এখন বয়স ৪০! ৬০ বছরে গিয়ে ৫০ হাজার পেনশনের জন্য কত টাকা জমাবেন? দেখুন NPS’র হিসেব

বাংলাহান্ট ডেস্ক : ভবিষ্যতের জন্য সঠিক বিনিয়োগ খুবই জরুরি। বিশেষ করে অবসরের পর প্রত্যেকের প্রয়োজন হয় টাকার। শুধু সংসার চালানো নয়, ওষুধ-পত্র ও চিকিৎসার জন্য শেষ বয়সে খরচ অনেকটাই বেড়ে যায় সবার। তাই যাদের পেনশন নেই তাদের অবসরকালীন ফান্ডে বিনিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিশেষ করে যারা বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন তাদের উচিত সঠিক জায়গায় বিনিয়োগ করা ভবিষ্যতের কথা চিন্তা করে। এনপিএস বা ন্যাশনাল পেনশন স্কিম (National Pension Scheme) সেক্ষেত্রে আপনার বিনিয়োগের সেরা বিকল্প হতে পারে। এনপিএস (National Pension Scheme) সরকারি প্রকল্প হলেও এটি বাজারের সাথে সম্বন্ধিত।

বাজারের উপর তাই নির্ভর করে এটির আয়। শুধু পেনশন নয়, এই স্কিমে পাওয়া যায় এককালীন টাকাও। সেই কারণে এনপিএস স্কিমের (National Pension Scheme) জনপ্রিয়তা বাড়ছে আজকাল।ধরে নিই ৪০ বছর বয়সে এক ব্যক্তি বিনিয়োগ শুরু করলেন NPS স্কিমে। তিনি অবসরের পর মাসে ৫০ হাজার টাকা করে পেতে চান NPS স্কিমের মাধ্যমে। 

আজ দেখে নেব NPS’র (National Pension Scheme) সেই হিসাব।

এনপিএস স্কিমে বিনিয়োগ করতে পারেন ১৮ থেকে ৭০ বছর বয়সী ব্যক্তিরা। যে টাকা বিনিয়োগকারী বিনিয়োগ করেন তা দুভাগে ভাগ হয়। অবসরের পর ৬০% টাকা ভালো রিটার্নের জন্য তুলে নিতে পারেন। কোনও অ্যানুইটি স্কিমে চলে যায় বাকি ৪০% টাকা। প্রতি মাসে পেনশন দেওয়া হয় এই স্কিম থেকেই। এই এনপিএস ফান্ডের পর্যবেক্ষণের দায়িত্বে রয়েছে পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি।

আরোও পড়ুন : ক্ষমা চাইলেন দিনেশ, ঘটনায় জড়িত ধোনিও, সত্যিটা কি জানেন?

যদি ৪০ বছর বয়সী কোনও ব্যক্তি NPS স্কিমে (National Pension Scheme) বিনিয়োগ শুরু করেন এবং অবসরের পর প্রতি মাসে ৫০ হাজার টাকা করে পেনশন চান, তাহলে তাকে প্রতি মাসে NPS ফান্ডে বিনিয়োগ করতে হবে ১৫০০০ টাকা করে। ৬৫ বছর বয়স পর্যন্ত ওই ব্যক্তিকে বিনিয়োগ চালিয়ে যেতে হবে। সোজা কথায় ওই ব্যক্তিকে ২৫ বছর ধরে প্রতি মাসে ১৫ হাজার টাকা করে বিনিয়োগ করতে হবে।

NPS 1

অর্থাৎ ১৫ বছরে ওই ব্যক্তি মোট ৪৫০০০০০ টাকা বিনিয়োগ করবেন। ১০% হারে সুদ মিললে তৈরি হবে মোট ২,০০,৬৮,৩৫৬ টাকার ফান্ড (সুদ বাবদ পাবেন ১,৫৫,৬৮,৩৫৬ টাকা)। এই টাকার ৬০% অর্থাৎ ১,২০,৪১,০১৩ পেয়ে যেতে পারেন একলপ্তে। বাকি ৮০,২৭,৩৪২ টাকা দিয়ে কিনতে পারেন অ্যানুইটি স্কিম। এই স্কিম থেকে ৮% রিটার্ন আসলে প্রতি মাসে মিলবে ৫৩,৫১৬ টাকা করে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর