মাত্র ২ বছরেই বিচ্ছেদ! রিলায়েন্স থেকে মুখ ফেরাল এই বিদেশি পার্টনার, কারণ জানলে হয়ে যাবেন “থ”

বাংলা হান্ট ডেস্ক: ভারত এবং এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানির কোম্পানি রিলায়েন্স রিটেল (Reliance Retail) তার এক ব্রিটিশ পার্টনারের সাথে পার্টনারশিপে ইতি টেনেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে ব্রিটেনের সুপরিচিত ফুটওয়্যার ব্র্যান্ড ক্লার্কস এবং রিলায়েন্স রিটেল ২ বছর আগে একটি জয়েন্ট ভেঞ্চার গঠন করেছিল। সূত্র অনুযায়ী, পার্টনারশিপের শর্ত নিয়ে এই দুই কোম্পানির মধ্যে মতপার্থক্য দেখা দেয়। যার ফলে এই জয়েন্ট ভেঞ্চারে কাজ করা সম্ভব হয়নি। এমতাবস্থায়, ওই দুই কোম্পানি পার্টনারশিপের অবসান ঘটিয়েছে।

রিলায়েন্স রিটেল (Reliance Retail) থেকে মুখ ফেরাল এই বিদেশি পার্টনার:

এদিকে, দেশের সবচেয়ে বড় রিটেল কোম্পানি রিলায়েন্স রিটেল (Reliance Retail) এই বিষয়ে করা প্রশ্নের কোনও উত্তর দেয়নি। ক্লার্কসের সাথেও যোগাযোগ করা হলে কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে, সূত্র জানিয়েছে, এই পার্টনারশিপ ব্যর্থ হওয়ার পর ক্লার্কস ভারতে তাদের স্টোর বন্ধ করতে শুরু করেছে।

This foreign partner turned away from Reliance Retail.

সূত্র অনুযায়ী জানা গিয়েছে, এই ব্রিটিশ ফুটওয়্যার ব্র্যান্ড প্রায় ১০ দিন আগে ইনঅরবিট মলে তাদের স্টোর বন্ধ করে দিয়েছে। সম্প্রতি তারা ডিএলএফ মলেও তাদের স্টোর বন্ধ করেছে। ব্র্যান্ডের ওয়েবসাইট অনুসারে, ক্লার্কস রিলায়েন্স রিটেলের (Reliance Retail) সাথে অংশীদারিত্বে, ভারতে মুম্বাই থেকে শুরু করে দিল্লি, বেঙ্গালুরু, কলকাতা এবং হায়দ্রাবাদের মতো শহরে ৩০ টিরও বেশি স্টোর খুলেছিল।

আরও পড়ুন: মুহূর্তের মধ্যে শত্রুদের করবে ধ্বংস! সম্পন্ন হল Prithvi-2 Missile-এর সফল পরীক্ষা, চমকে দেবে বিশেষত্ব

এদিকে, ব্র্যান্ডটির ডিএলএফ, ইনরবিট, লুলু এবং ফিনিক্স মলেও স্টোর রয়েছে। জানিয়ে রাখি যে, ভারতের বাজারে প্রবেশের জন্য গ্লোবাল ব্র্যান্ডগুলির প্রথম পছন্দ হল রিলায়েন্স রিটেল (Reliance Retail)। এর কারণ হল এই কোম্পানির ভারতীয় বাজার সম্পর্কে গভীর ধারণা রয়েছে। এছাড়াও এই সংস্থার প্রচুর সম্পদও রয়েছে।

আরও পড়ুন: ২৩ অগাস্ট ভারতে কেন পালিত হবে National Space Day? কারণ জানলে গর্বে ভরে উঠবে বুক

ফিউচার দিয়ে শুরু: উল্লেখ্য যে, ক্লার্কস এক দশকেরও বেশি সময় ধরে ভারতে ব্যবসা করছে। ২০১১ সালে, এই সংস্থা কিশোর বিয়ানির নেতৃত্বাধীন ফিউচার গ্রুপের সাথে একটি জয়েন্ট ভেঞ্চার গঠন করেছিল। ফিউচার গ্রুপের ফ্ল্যাগশিপ কোম্পানি ফিউচার রিটেল দেউলিয়া হয়ে যায়। এদিকে, বর্তমানে ভারতে ক্লার্কসের ব্যবসা টালমাটাল পর্যায় রয়েছে। কারণ, ইতিমধ্যেই একাধিক গ্লোবাল ব্র্যান্ড ভারতীয় বাজারে তাদের উপস্থিতি প্রসারিত করছে। এমতাবস্থায়, ক্লার্কস ভারতে একটি নতুন পার্টনার খুঁজবে নাকি তার সম্পূর্ণ মালিকানাধীন স্থানীয় সহায়ক সংস্থার মাধ্যমে বাজারে কাজ করবে তা এখনও স্পষ্ট নয়।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর