অবসর নিচ্ছেন কে এল রাহুল? সত্যিটা কী?

টিম ইন্ডিয়ার উইকেটরক্ষক ব্যাটার কে এল রাহুল (KL Rahul) অনুশীলন শুরু করেছেন। তিনি দলীপ ট্রফি ২০২৪-এ শুভমান গিলের অধিনায়কত্বে দল এ-এর হয়ে খেলবেন। রাহুলকে (KL Rahul) নিয়ে সম্প্রতি একটি খবর ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। রাহুল অবসরের ঘোষণা দিয়েছেন বলে দাবি করা হচ্ছে। তবে এই কথাটি কতটা সত্যি তা জানা যাবে এই প্রতিবেদনে।

এ বিষয়ে একটি স্ক্রিনশটও শেয়ার করা হচ্ছে। কিন্তু এটা পুরো ভুয়ো খবর। রাহুল একটি ঘোষণার জন্য ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করেছেন। তখন থেকেই তোলপাড় গোটা নেটদুনিয়া। কিন্তু, এই ঘটনার সত্যতা অন্য কিছু। এ বিষয়ে তিনি কিছুই প্রকাশ করেননি।

KL Rahul

রাহুল (KL Rahul) অবসরের ঘোষণা দিয়েছেন বলে দাবি করা হচ্ছে

কিন্তু এর পর শেয়ার করলেন অন্য একটি স্টোরি। এতে তিনি মেটাম্যান নামের একটি ব্র্যান্ডকেও ট্যাগ করেছেন। সম্ভবত কে এল রাহুল কিছু নতুন চুক্তির ঘোষণা করতে চলেছেন। তবে এ বিষয়ে এখনও সুনির্দিষ্ট কোনও তথ্য পাওয়া যায়নি। কিন্তু অবসর নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া স্ক্রিনশটটি তাঁর কোনও সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে দেখা যায়নি।

রাহুল সম্প্রতি টিম ইন্ডিয়াতে প্রত্যাবর্তন করেছেন। বহুদিন পর ভারতীয় দলে যোগ দিলেন তিনি। এর আগে তিনি রাহুল শ্রীলঙ্কা সফরে গিয়েছিলেন। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে তিনি ৩১ রান করেন। এরপর এক ম্যাচে শূন্য রানে আউট হন তিনি। তবে এর আগেও বেশ কয়েকবার জোরালো পারফরম্যান্স দিয়েছেন তিনি। রাহুল এখন দলীপ ট্রফি ২০২৪-এ খেলার প্রস্তুতি নিচ্ছেন। তার পাশাপাশি এই টুর্নামেন্টে ভারতের অন্যান্য খেলোয়াড়রাও অংশ নেবেন। দুলীপ ট্রফিতে খেলবেন সূর্যকুমার যাদবও।

Pousali Chakraborty
Pousali Chakraborty

সংবাদের প্রতি টানে ব্রেকিংয়ের দুনিয়ায় পা দেওয়া পৌষালীর। দর্শন নিয়ে স্নাতকে এগোলেও পরবর্তী পথ চলাটা খবরের দিকে ঘুরে যায়। জীবনে আসে যাদবপুর থেকে পড়ার অল্প সময়ের সুযোগ। টলিপাড়ায় উঁকি দেওয়া থেকে বাইশ গজের পিচে কার ঝুলিতে কত রান, দুই দিকেই নজর ঘোরাতে ভালোবাসেন পৌষালী। পর্দার অনুষ্কা-মাঠের বিরাট দু'জনের খবর সমান তালে রাখার চেষ্টা করে। অবসর সময় কাটে নাচ, বই, ম্যাগাজিনে চোখ বুলিয়ে।

সম্পর্কিত খবর