ভাইরাল ভিডিও! মদন মিত্র কে বিয়ে করার দাবিতে ধর্নায় বসলো স্যান্ডি সাহা

BanglaHunt : মাঝেমধ্যেই স্যান্ডি সাহার বিরল কাণ্ডকারখানায় চমকে ওঠেন রাজ্যবাসী, যদিও প্রফুল্ল পান সকলে। আবারো স্যান্ডির নতুন কী5c361 img 20190606 wa0172র্তি তাক লাগিয়ে দিয়েছে সকলকে। সম্প্রতি ফেসবুকে ভাইরাল হয়েছে তার একটি ভিডিও, যেখানে স্যান্ডি সাহা ধর্ণায় বসেছেন মদন মিত্র কে বিয়ে করার দাবিতে।

সবাই বলছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণায় বসা থেকেই এই ট্রেন্ড শুরু হয়েছে। রাজ্য জুড়ে মন্ত্রী থেকে শুরু করে ধুপগুড়ির প্রেমিক অনন্ত ধর্ণায় বসছে প্রত্যেকেই। কিছুদিন আগে ৮ বছরের প্রেমিকাকে বিয়ে করার দাবিতে ধর্ণায় বসেছিল ধুপগুড়ির ছেলে অনন্ত বর্মন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সেই ভিডিও। যার জেরে মেয়েটির সাথে বিয়ে হয় অনন্তর।

সেই দেখাদেখি ট্রেন্ড ফলো করতে গিয়ে ধর্ণায় বসলো স্যান্ডি সাহা। এমনিতেই বিভিন্ন রকম হাসির খোরাক এর ভিডিও বানিয়ে তিনি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। গত বছর রোডিজে যাওয়ার পর থেকেই স্যান্ডির পরিচিতি বেড়েছে বিপুলভাবে। সারাক্ষণই অদ্ভুত কোন না কোন কান্ড ঘটিয়ে নেটিজেনদের হট টপিক হয়ে থাকেন স্যান্ডি সাহা। এখন সে বসেছে ধর্ণায়। অনেকে নিন্দা করেছেন এই ঘটনার, আবার অনেকে হাস্যকৌতুক এর চরম উদাহরণ হিসেবে চিহ্নিত করেছে স্যান্ডির এই কীর্তিকলাপ কে। এবার দেখার বিষয় আগামীদিনে এই বিষয়টি ঘিরে কি প্রতিক্রিয়া হয় রাজনৈতিক মহলে।

দেখে নিন সেই ভিডিও –

https://m.facebook.com/story.php?story_fbid=1266455866852653&id=757922511039327

সম্পর্কিত খবর