ফের বিতর্কে জড়ালেন সলমন, এইবার চড় মারলেন নিরাপত্তারক্ষীকে !

 

বাংলা hunt ডেস্ক : বুধবার, ইদের দিন মুক্তি পেয়েছে বলিউড সুপারস্টার সলমন খানের ছবি ” ভারত ” । ছবির ট্রেলার মুক্তির পর থেকেই সকল সলমন ভক্তদের মনে এই ছবি ঘিরে তৈরী হয়েছিল তীব্র উৎসাহের।

 

গতদিন সেই ছবির প্রিমিয়ার উপলক্ষে হাজির হয়েছিলেন সলমন সহ ছবির বাকী কলাকূশলীরা।স্বয়ং ভাইজান আসছেন ,তাই স্বাভাবিক ভাবেই এদিন হলে এদিন ভিড় ছিলো চোখে পড়ার মতো।সলমন আসছেন তাই স্বাভাবিক ভাবেই নিরাপত্তার মাত্রা ছিলো কঠিন।

73f44 img 20190606 wa0035 1

এদিন ভিড় নিয়ন্ত্রণ করা কালীন একজন বাচ্চার সাথে দুর্ব্যবহার করেন নিরাপত্তারক্ষী।বিষয়টি নজরে আসতেই মেজাজ হারান সলমন।সপাটে চড় মারেন সেই নিরাপত্তারক্ষীকে।পরবর্তী সময়ে সেই ভিডিও ভাইরাল হয়েছিলো সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে।

সম্পর্কিত খবর