বেদের মেয়ে জোৎস্না’র নাগরিকত্ব প্রমাণে বার্থ সার্টিফিকেট প্রকাশ করল বিজেপি

 

দেশজুড়ে চলছে বেদের মেয়ে জোৎস্না অঞ্জু ঘোষকে নিয়ে বিতর্ক, এর জেরেই এবার তার বার্থ সার্টিফিকেট প্রকাশ করল বিজেপি। এই সার্টিফিকেটে স্পষ্ট নজির মিলেছে অঞ্জুর জন্ম কলকাতা’তেই। তবে তা কলকাতা পুরসভায় নথিভুক্ত হয়েছে অনেক পরে।

 

গতকাল মুরলিধর সেন স্ট্রিটে অঞ্জু ঘোষ গেরুয়া শিবিরে যোগদান করেন বিজেপির পার্টি অফিসে। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তাঁর হাতে তুলে দেন দলীয় পতাকা। এরপরই শুরু হয়ে যায় তুমুল বিতর্ক। অনেকে প্রশ্ন তোলেন অঞ্জু ঘোষের ভারতীয় নাগরিকত্ব নিয়ে। বাংলাদেশি নাগরিক অঞ্জু গত কয়েক দশক ধরে কলকাতার বাসিন্দা। তবে গতকাল বিজেপি কোনও কথা বলেনি তাঁর নাগরিকত্ব নিয়ে।

7a9e1 img 20190606 wa0042

বৃহস্পতিবার বিজেপির তরফে প্রকাশ করা হয়েছে জন্মের প্রমাণপত্র। তা নথিভুক্ত হয়েছে ২০০৩ সালের ডিসেম্বরে। কলকাতা পুরসভার থেকে প্রকাশিত এই শংসাপত্রে অঞ্জু ঘোষের জন্ম তারিখ ১৭ সেপ্টেম্বর ১৯৬৬। বাবার নাম সুধন্য ঘোষ ও মায়ের নাম বীণাপানি ঘোষ। তাঁর জন্ম হয়েছিল মধ্য কলকাতার ইস্ট এন্ড নার্সিং হোমে।

বিজেপির তরফ থেকে জানানো হয়েছে, অঞ্জু ঘোষের নাগরিকত্ব সুনিশ্চিত করেই, তারপরই তাকে বিজেপিতে যোগদান করা হয়। তিনি দীর্ঘদিন ছিলেন কলকাতা লাগোয়া উত্তর ২৪ পরগনা জেলার বিধাননগরের বাসিন্দা। এমনকী তিনি ভোটও দিয়েছেন সাম্প্রতিক লোকসভা নির্বাচনে।

সম্পর্কিত খবর