একের পর এক মরা পাখির স্তুপ! বাসা বাঁধলেই প্রাণ কেড়ে নেয় অভিশপ্ত এই উদ্ভিদটি! বলুন তো কী গাছ?

বাংলাহান্ট ডেস্ক : বিশ্ব দূরে কতইনা রহস্য। কত রহস্যের উন্মোচন করে চলেছেন বিজ্ঞানীরা। আবার হল ছেড়ে দিতে হয়েছে অনেক ক্ষেত্রে। আজও অবশ্য গবেষণা থামেনি। জীবজগত বৈচিত্র্যময়। হরেক রকম পশু- প্রাণী-পাখি, কোটি কোটি খানেক গাছের (Tree) প্রজাতি নিয়েই এই প্রকৃতি। প্রত্যেকের আছে ভিন্ন ভিন্ন বৈশিষ্ট।

এই গাছে (Tree) বসলেই পাখিদের মৃত্যু

গাছেই (Tree) মূলত বাসা বাঁধে পাখিরা কিন্তু এমন একটি গাছ রয়েছে যে গাছ পাখিদের আবাসস্থল নয়। এই গাছে বসলেই পাখিদের মৃত্যু হয়। এই রহস্যময় গাছের নাম হল পিসোনিয়া। ‘বার্ডক্যাচার’ নামেও পরিচিত এই অভিশপ্ত গাছ। বিভিন্ন গাছ থেকে ছড়িয়ে পড়া সুগন্ধি বা কিছু যৌগ সব সময় আকর্ষণ করে পোকামাকড়দের।

আরোও পড়ুন : আরেব্বাস! ৫ মাসের বৈধতার সাথে রোজ ২ GB ডেটা! খেল দেখাচ্ছে BSNL’র নতুন প্ল্যান

গাছের (Tree) মধু আকৃষ্ট করে পাখিদের মৌমাছিদের। সে একই বৈশিষ্ট্য রয়েছে পিসোনিয়া গাছের-ও। পিসোনিয়া গাছের ডালে বাসা বাধার জন্য উড়ে আসে ছোট ছোট পাখিরা। সেখানেই তারা বিরাট বড় ভুল করে ফেলে। ঘর বাঁধতে এসে নিজেরাই শিকার হয়।চাদরের মতো ঢেকে থাকে আঠালো বীজে এই রহস্যময় পিসোনিয়া গাছের শাখা-প্রশাখাগুলি। 

আরোও পড়ুন : প্রথম চেষ্টাতেই বাজিমাত! মাত্র ২২ বছর বয়সেই IAS অফিসার হলেন চন্দ্রজ্যোতি, গড়লেন নজির

যখনই এই গাছের (Tree) ডালে বাসা বাঁধতে আসে পাখিরা, তখনই এই আঠালো ব্রিজে তাদের পালক আর পা আটকে যায়। রীতিমতো ফাঁদে পড়ার মতো অবস্থা হয় পাখিদের। এখান থেকে আর উড়তে পারেনা তারা। গাছে আটকে থাকা অবস্থায় বহু পাখির (Bird) মৃত্যু (Death) হয়।

bird killing tree

অনেক পাখি মাটিতে পড়ে অনাহারে মারা যায় কিংবা অন্য জন্তু জানোয়াররা মেরে ফেলে। ‘ক্যাচ বার্ডট্রি’ বা ‘বার্ডলাইম ট্রি’ নামেও পরিচিত এই পিসোনিয়া গাছ। সারা বছরে দুবার ফুল হয় এই গাছে (Tree)। এই গাছ মূলত দেখা যায় প্রশান্ত মহাসাগর এবং ভারত মহাসাগরের পার্শ্ববর্তী এলাকায়।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর