টানা দশ! আর জি কর কাণ্ডে সোমে ফের CBI দফতরে হাজির সন্দীপ, হাজিরা দিলেন এই ব্যক্তিও…

বাংলা হান্ট ডেস্কঃ লাগাতার দশ দিন। সোমবার সকালে ফের সিবিআই দফতরে আবার হাজিরা দিলেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ (Sandip Ghosh)। সকাল ১০টার দিকেই সিজিও কমপ্লেক্সে পৌঁছে গিয়েছেন তিনি। শুরু হবে জিজ্ঞাসাবাদ। প্রসঙ্গত, আর জি কর (RG Kar) হাসপাতালে দুর্নীতি ইস্যুতে গতকাল দিনভর সন্দীপের বাড়িতে ম্যারাথন তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এরপর রাত পোহাতেই ফের সিজিওতে হাজির সন্দীপ।

আর জি কর কাণ্ডে ফের সন্দীপকে জেরা (RG Kar)

আর জি করে কর্মরত তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় নাম জড়িয়েছে হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপের। সেই সূত্রেই টানা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাকে। পাশাপাশি আরজি করে আর্থিক দুর্নীতির মামলায় সন্দীপের নাম রয়েছে। এই মামলার সূত্র ধরেই রবিবার তার বাড়িতে হানা দিয়েছিল সিবিআই।

এদিন সিবিআই দপ্তরে সন্দীপ হাজিরা দিয়েছেন চিকিৎসক ধর্ষণ-খুনের মামলাতে। ওদিকে আরজি কর হাসপাতালের ফরেন্সিক কর্তা দেবাশিস সোম আর্থিক অনিয়মের মামলায় হাজিরা দিয়েছেন নিজ়াম প্যালেসে। রবিবার আর জি করে আর্থিক দুর্নীতির মামলায় একাধিক জায়গায় হানা দেয় কেন্দ্রীয় সংস্থা।

সিবিআই সূত্রে খবর, রবিবার আর্থিক অনিয়মের মামলায় যাদের যাদের বাড়িতে তল্লাশি চালানো হয়েছিল তাদের মধ্যে বেশ কয়েকজনকে এদিন সিবিআই দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তালিকায় আরজি করের প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠও রয়েছেন।

RG Kar

আরও পড়ুন: DA অতীত! এবার ন্যূনতম মাসিক বেতন হবে ৩২,৫০০ টাকা? সরকারি কর্মীদের জন্য বড় আপডেট

প্রসঙ্গত, আর জি করে চিকিৎসক খুনের উত্তপ্ত আবহেই প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে হাসপাতালে আর্থিক অনিয়মের একাধিক অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টে মামলা করেন প্রাক্তন অতিরিক্ত সুপার আখতার আলি। মৃতদেহ নিয়ে ব্যবসা সহ সন্দীপের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ আনেন তিনি। সেই মামলায় শনিবার এফআইআর দায়ের করে সিবিআই। এরপর রবিবার কোমর বেঁধে ময়দানে নামেন গোয়েন্দারা।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর