‘চিন্তার’, ‘সেটাকে আমি ভাল জিনিসই বলব..,’ আর জি কর কাণ্ডে এবার মুখ খুললেন অমর্ত্য সেন

বাংলা হান্ট ডেস্কঃ আর জি কর (RG Kar)কাণ্ডে উত্তাল গোটা দেশ। তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার প্রতিবাদে শামিল হয়েছে সমাজের সব শ্রেণির মানুষ। এবার আর জি কর-কাণ্ডে (RG Kar Incident) মুখ খুললেন অমর্ত্য সেন (Amartya Sen)। তীব্র উদ্বেগ প্রকাশ করে নোবেলজয়ী বলেন, ‘আর জি করে যা ঘটেকস, তা অত্যন্ত খারাপ, পৈশাচিক। এটা চিন্তার কারণ।’

আর জি কর প্রসঙ্গে অমর্ত্য সেন (Amartya Sen)

আর জি কর ইস্যুতে শঙ্কিত অমর্ত্য সেনের বক্তব্য, ‘এটা শুধু পশ্চিমবঙ্গে আর জি করের সমস্যা নয়, দেশের বিভিন্ন প্রান্তে এই একই জিনিস দেখা যায়।’ ‘মানুষ যে এই বিষয়টি নিয়ে চিন্তিত, সেটাকে ভাল জিনিসই বলব।’ বললেন নোবেলজয়ী।

তিনি আরও বলেন, “একটা প্রচণ্ড রকম খারাপ জিনিস ঘটেছে। কেন এমনটা হল? এ সুযোগ কী করে …যারা অন্যদের ওপর অত্যাচার করে…তারা সুযোগ পেল কী করে? এসব নিয়ে আমাদের আলোচনার প্রয়োজন রয়েছে। যদিও এ বিষয়ে আমি খুব জ্ঞানী নই।’ তার কথায়, ‘এটা আরজি কর হাসপাতালে ঘটল। কী করে হল? এ বিষয়ে আমাদের খুবই চিন্তার কারণ আছে।’

পাশাপাশি অমর্ত্য সেন (Amartya Sen) গোটা দেশের সার্বিক পরিস্থিতির কথা বিবেচনা করে বলেন, ‘এটা ঠিকই যে, এই সমস্যাটা শুধু পশ্চিমবঙ্গ বা আরজি কর হাসপাতালে নয়, এ দেশের সর্বত্রই অসহায় মানুষদের ওপর অত্যাচারের সুযোগ রয়েছে…এসব বন্ধ হওয়া দরকার। বন্ধ করা হোক। তবে এটা নিয়ে যে মানুষ এত চিন্তিত সেটাকে আমি ভাল জিনিসই বলব।”

RG Kar Hospital incident students are agitated

পড়তে ভুলবেন না: ধর্ষণে অভিযুক্ত ছাত্রনেতাই নবান্ন অভিযানের প্রধান মুখ! এবার FIR-এর কপি পোস্ট তৃণমূলের

আর জি কর হাসপাতালে কর্মরত অবস্থায় ৩১ বছরের তরুণী চিকিৎসকে ধর্ষণ করে খুনের (Doctor Rape and Murder Case) ঘটনায় ইতিমধ্যেই এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করেছে পুলিশ। সুপ্রিম কোর্টে চলছে মামলা। গোটা ঘটনার তদন্ত করছে সিবিআই।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর