ফাস্ট ট্র্যাক নিয়ে অনীহা! ধর্ষণ ইস্যুতে মমতার চিঠির জবাব দিল কেন্দ্র, কী লিখল মোদী সরকার?

বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের সঙ্গে যে নারকীয় ঘটনা ঘটেছে তার প্রতিবাদে ফুঁসছে গোটা দেশ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) অপরাধীর ফাঁসি চাওয়ার পাশাপাশি ধর্ষণ এবং নারী নির্যাতন ইস্যুতে কেন্দ্রকে চিঠি অবধি দিয়েছিলেন। এবার সেই চিঠির উত্তর দিল কেন্দ্র।

মমতার (Mamata Banerjee) চিঠির জবাবে কী বলল মোদী সরকার?

গত ৯ আগস্ট আরজি কর হাসপাতাল থেকে তরুণী ডাক্তারের নিথর দেহ উদ্ধার হয়। এরপর ২২ আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লেখেন রাজ্যের মুখ্যমন্ত্রী। ধর্ষকদের সাজা দিতে কঠোর কেন্দ্রীয় আইন প্রণয়নের আর্জি জানানোর পাশাপাশি ফাস্ট ট্র্যাক আদালতের গঠনের কথাও বলেন তিনি। এবার মুখ্যমন্ত্রীর চিঠির উত্তর দিলেন নারী ও শিশু উন্নয়ন মন্ত্রকের মন্ত্রী অন্নপূর্ণা দেবী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) মমতা যে চিঠি লিখেছিলেন, সেটার জবাব দিলেন অন্নপূর্ণা দেবী। চিঠির শুরুতেই প্রয়াত চিকিৎসকের মা-বাবার প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। এরপর জানিয়েছেন, গত ১ জুলাই থেকে ভারতীয় ন্যায় সংহিতা কার্যকর হয়েছে। নারীদের ওপর নির্যাতন বন্ধের জন্য সেখানে কঠোর শাস্তির কথা বলা হয়েছে বলা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।

আরও পড়ুনঃ স্কুল পড়ুয়ারা করতে পারবে না এই কাজ! নয়া নির্দেশিকা আসতেই প্রতিবাদ প্রধান শিক্ষকদের

অন্নপূর্ণা দেবী লিখেছেন, ‘চলতি বছরের ৩০ জুন অবধি দেশের ৩০টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ৭৫২টি ফাস্ট ট্র্যাক আদালত কাজ করছে। এর মধ্যে ৪০৯টি পকসো আদালত। প্রকল্প শুরু হওয়ার পর থেকে এই সকল আদালতে ২ লক্ষ ৫৩ হাজার মামলার নিষ্পত্তি হয়েছে। এই প্রকল্পের আওতায় পশ্চিমবঙ্গে ১২৩টি ফাস্ট ট্র্যাক আদালত তৈরির অনুমোদন দেওয়া হয়েছিল। এর মধ্যে ২০টি পকসো আদালত। তবে ২০২৩ সালের জুন মাসের মাঝামাঝি অবধি কাজ শুরু হয়নি’।

Mamata Banerjee writes a letter to Narendra Modi

মমতাকে (Mamata Banerjee) লেখা চিঠিতে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, নারী এবং শিশুদের সমস্যা দূর করতে একটি জাতীয় হেল্পলাইন চালু করা হয়েছে। তবে পশ্চিমবঙ্গে সেটা চালু করা হয়নি। একইসঙ্গে বলেছেন, বাংলায় ৪৮,৬০০ ধর্ষণ এবং পকসো মামলা এখনও ঝুলে রয়েছে, নিষ্পত্তি হয়নি। কিন্তু তা সত্ত্বেও রাজ্য সরকারের (Government of West Bengal) তরফ থেকে উদ্যোগ নেওয়া হয়নি বলে দাবি করেছেন অন্নপূর্ণা দেবী।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর