বাংলা হান্ট ডেস্ক : টলিপাড়ায় প্রযোজক-নায়কের মনোমালিন্যের জেরে এবার বন্ধের মুখে আরও এক বাংলা সিনেমা (Bengali Cinema)। আর সেই নায়ক হলেন বাংলা সিরিয়ালের ‘উচ্ছেবাবু’ অর্থাৎ ‘মিঠাই’ (Mithai) খ্যাত সিদ্ধার্থ অভিনেতা আদৃত রায় (Adrit Roy)। কিন্তু কেন? ঠিক কি কারণে বন্ধ হয়ে গেল আদৃতের এই কামব্যাক সিনেমার শুটিং।
মাঝপথেই বন্ধ আদৃত রায়ের (Adrit Roy) ‘পাগলপ্রেমী’র শুটিং
টেলিপাড়া সূত্রে খবর সিনেমার শুটিং বন্ধের কারণ আদৃত (Adrit Roy) নিজেই। ঘটনার সূত্রপাত হয় প্রয়োজনা সংস্থার সাথে আদৃতের একাধিক চুক্তি ভাঙা থেকে। যার ফলে একেবারে শেষ পর্যায়ে এসেই থমকে গিয়েছে এই সিনেমার শুটিং। এপ্রসঙ্গে আন্দবাজার অনলাইনে পরিচালক জানিয়েছিলেন, কিছু গানের দৃশ্য আর কিছু ছোট শট ক্যামেরাবন্দি করা বাকি ছিল।
আরও পড়ুন : ‘আমার একজন সঙ্গী চাই…’ ৫৯-নটআউট আমির, আবার বসছেন বিয়ের পিঁড়িতে?
কিন্তু কাজে কবে শেষ হবে তা এখন জানা নেই কারও। আসলে আদৃত একাধিক চুক্তি ভাঙায় প্রযোজনা সংস্থা এসভিএফ-এর কর্ণধার শ্রীকান্ত মোহতা বেজায় চটেছেন অদৃতের ওপর। প্রথমত, ‘পাগলপ্রেমী’ শুটিংয়ের আগে নাকি প্রযোজনা সংস্থার চুক্তি ছিল, ছবিমুক্তির আগে তিনি বিয়ে করতে পারবেন না। কিন্তু সেই চুক্তি অমান্য করেই বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তীর সাথে মে মাসেই বিয়ে করেছেন আদৃত।
দ্বিতীয়ত, তিনি নাকি একই প্রযোজনা সংস্থার হিন্দি ধারাবাহিকের প্রচার ঝলক শুটিং করার পর কাউকে কিছু না জানিয়েই মুম্বই ছেড়ে কলকাতায় ফিরে এসেছিলেন। এই দুই ঘটনায় ভস্মে ঘি ঢালার কাজ করেছে। যার ফলে এখন চরমে পরচেছে প্রযোজক-নায়কের মনোমালিন্য। এপ্রসঙ্গে সিনেমার পরিচালক অভিরূপ আনন্দবাজার অনলাইনে প্রতিক্রিয়া দিতে গিয়ে জানিয়েছেন, ‘যা বলার, প্রযোজনা সংস্থাই বলবে।’