উঠল ‘ভিসা দে, ভিসা দে’…রব! এবার উত্তাল ভারতীয় ভিসা সেন্টার, ঢুকে পড়ল শয়ে শয়ে ক্ষুব্ধ বাংলাদেশী

বাংলাহান্ট ডেস্ক : সোমবার একদল বাংলাদেশি (Bangladesh) যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা সেন্টারে (Indian Visa Centre) বিক্ষোভে সামিল হলেন। ভিসার দাবিতে উঠল স্লোগান। ভারতীয় ভিসা সেন্টারে ঢুকে আন্দোলনকারীরা স্লোগান দিলেন, ‘এক দফা এক দাবি, ভিসা দে ভিসা দে’, ‘এক দফা এক দাবি, ভিসা দে নইলে টাকা ফেরত দে’।

বাংলাদেশের (Bangladesh) জনতার ক্ষিপ্ত রূপ

সূত্রের খবর, বাংলাদেশে (Bangladesh) অস্থির পরিস্থিতির জন্য গত ৫ আগস্ট থেকে ভারত ভিসা দেওয়ার প্রক্রিয়া অনির্দিষ্টকালের জন্য স্থগিত রেখেছে। যার জেরে ভারতে আসার ক্ষেত্রে সমস্যার মুখোমুখি হচ্ছেন বাংলাদেশি (Bangladesh) প্রত্যাশিরা। পৃথিবীর অনেক দেশের ভিসার জন্য বাংলাদেশিদের (Bangladesh) আসতে হয় ভারতে।

আরোও পড়ুন : দুর্দান্ত স্কিম! প্রতিবার মিলবে ৫ হাজার, সাথে আবার বোনাসও! নয়া প্রকল্পে কপাল খুলবে মহিলাদের

আবার চিকিৎসা করাতে অনেক বাংলাদেশি (Bangladesh) আসেন ভারতে। কিন্তু অনির্দিষ্টকালের জন্য ভারতের ভিসা সেন্টার বন্ধ থাকায় বিপাকে পড়েছেন বহু বাংলাদেশি (Bangladesh)। জানা গেছে, এখনো পর্যন্ত প্রায় ১ হাজার ৫০০ জন ভিসাজনিত সমস্যায় পড়েছেন। বিক্ষোভকারীদের দাবি, ইউরোপের বহু দেশের দূতাবাস নেই বাংলাদেশে।

আরোও পড়ুন : নবান্ন অভিযানে তুলকালাম! হাওড়া ব্রিজে ভাঙল ব্যারিকেড, আহত ১ পুলিশকর্মী

তাই ভিসাসহ অন্যান্য সেবার জন্য ভরসা করতে হয় দিল্লির দূতাবাসের উপর। কিন্তু ভারত সরকার ভিসা ইস্যু না করায় তাদের অন্যান্য রাষ্ট্রে পড়াশুনা বা অন্য কাজে যেতে বাধার সম্মুখীন হতে হচ্ছে। ফেরত পেতে সমস্যা হচ্ছে ভিসা ফি এবং টিউশন ফি। সম্প্রতি লিমিটেড কার্যক্রম শুরু হয় ঢাকায় যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা সেন্টারে।

কিন্তু এখনো বন্ধ রয়েছে ভারতীয় অন্য ভিসা সেন্টারগু‌লি। যার জেরে বেজায় বিপাকে পড়েছেন বহু মানুষ। ভিসা সেন্টারে যারা পাসপোর্ট জমা করেছেন তারা রয়েছেন আরো সমস্যায়। যদিও এই সমস্যার সমাধান কবে হবে তা নির্দিষ্ট করে জানাতে পারেনি ভারত। তবে ভারতের ভিসা নিয়ে যে নতুন করে ভারতের বিরুদ্ধে বাংলাদেশিদের (Bangladesh) ক্ষোভ বাড়ছে তা বলাই বাহুল্য।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর