হয়ে যান প্রস্তুত! এবার YouTube দেখতে গেলেই পকেটে পড়বে টান, করতে হবে এত খরচ

বাংলা হান্ট ডেস্ক: Google-এর জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম হল YouTube। এই প্ল্যাটফর্মের প্রসঙ্গেই এবার সামনে এসেছে বড় আপডেট। জানা গিয়েছে যে, YouTube এবার অ্যাড-ফ্রি সাবস্ক্রিপশন প্ল্যানের দাম বৃদ্ধি করেছে। যার ফলে প্রত্যক্ষভাবে প্রভাবিত হবেন গ্রাহকেরা। মূলত, YouTube-এর এই সিদ্ধান্তটি ইন্ডিভিজুয়াল ব্যবহারকারী থেকে শুরু করে স্টুডেন্ট এবং ফ্যামিলি প্ল্যানের ওপরেও প্রভাব ফেলবে। জানা গিয়েছে যে, কিছু প্ল্যানের দামে সামান্য বৃদ্ধি হলেও কিছু প্ল্যানের দাম আবার ২০০ টাকা পর্যন্ত বেড়েছে।

YouTube দেখতে গেলেই পকেটে পড়বে টান:

YouTube Premium Plan-এর দাম: প্রসঙ্গত উল্লেখ্য যে, YouTube Premium Plan-এর দাম ৫৮ শতাংশ পর্যন্ত বেড়েছে। কোম্পানির কাছে বর্তমানে তার ব্যবহারকারীদের জন্য ১ মাস, ৩ মাস এবং ১২ মাসের সাবস্ক্রিপশন প্ল্যান রয়েছে। বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।

Now you have to spend more Money to watch YouTube.

নতুন দাম: ইতিমধ্যেই YouTube Premium Plan-এর নতুন দাম YouTube-এর অফিসিয়াল সাইটে লাইভ হয়ে গিয়েছে। ইন্ডিভিজুয়াল (মাসিক) প্ল্যানের পুরনো দাম ছিল ১২৯ টাকা। যেটি এখন বৃদ্ধি পেয়ে ১৪৯ টাকা হয়েছে। এদিকে, স্টুডেন্ট (মাসিক) প্ল্যানের পুরনো দাম ছিল ৭৯ টাকা। এই প্ল্যানের দাম এখন বেড়ে ৮৯ টাকা হয়েছে। অপরদিকে ফ্যামিলি (মাসিক) প্ল্যানের পুরনো দাম ছিল ১৮৯ টাকা। এখন এই প্ল্যানের জন্য আপনাকে ২৯৯ টাকা খরচ করতে হবে।

আরও পড়ুন: এবার ভারতীয়দের বিরাট ধাক্কা দিলেন ট্রুডো! কানাডায় লাগু নতুন নিয়ম, মাথায় হাত লক্ষ লক্ষ মানুষের

এদিকে, ইন্ডিভিজুয়াল প্রিপেইড (মাসিক) প্ল্যানের পুরনো দাম ছিল ১৩৯ টাকা। কিন্তু এখন এই প্ল্যানটি মিলবে ১৫৯ টাকায়। পাশাপাশি, ৩ মাসের প্ল্যানের জন্য ৩৯৯ টাকার পরিবর্তে আপনাকে ৪৫৯ টাকা খরচ করতে হবে।কোম্পানি ব্যবহারকারীদের জন্য একটি বার্ষিক প্ল্যানও উপলব্ধ করে। যেখানে ইন্ডিভিজুয়াল প্রিপেইড (বার্ষিক) প্ল্যানের পুরনো দাম ছিল ১,২৯০ টাকা। কিন্তু এখন এই প্ল্যানটির দাম ২০০ টাকা বেড়ে হয়েছে ১,৪৯০ টাকা।

আরও পড়ুন: আদানিকে গভীর সঙ্কটে ফেলল বাংলাদেশ! ডুববে ১ বিলিয়ন ডলার? কারণ জানলে হয়ে যাবেন “থ”

YouTube Premium-এর সুবিধা: উল্লেখ্য যে, YouTube Premium-এর মাধ্যমে ব্যবহারকারীরা ভিডিও দেখার সময় অ্যাড-ফ্রি স্ট্রিমিংয়ের সুবিধা পান। এছাড়াও, প্রিমিয়াম ব্যবহারকারীরা ব্যাকগ্রাউন্ডে ভিডিও এবং মিউজিকও শুনতে পারেন। এই সুবিধা যাঁদের সাবস্ক্রিপশন প্ল্যান নেই তাঁরা পান না। শুধু তাই নয়, YouTube Premium-এর মাধ্যমে ব্যবহারকারীরা পিকচার-ইন-পিকচার মোড এবং উন্নত হাই ডেফিনিশন ভিডিও স্ট্রিমিংয়েরও সুবিধা পান।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর