বাংলাহান্ট ডেস্ক : কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্প রয়েছে কন্যা সন্তানদের জন্য। সেগুলির মধ্যে অন্যতম একটি জনপ্রিয় প্রকল্প হল সুকন্যা সমৃদ্ধি যোজনা (Sukanya Samriddhi Yojana)। যোজনার মেয়াদ শেষে থাকে নিশ্চিত আর্থিক নিরাপত্তা। সেই কারণে বহু অভিভাবক কন্যা সন্তানদের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে বেছে নেন সুকন্যা সমৃদ্ধিকে।
সুকন্যা সমৃদ্ধি যোজনার (Sukanya Samriddhi Yojana) নিয়ম
জানা যাচ্ছে এবার একাধিক বদল আসতে চলেছে সুকন্যা সমৃদ্ধি যোজনায় (Sukanya Samriddhi Yojana)। আপনাদের জানিয়ে রাখি, ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে বড় পরিবর্তন আসতে চলেছে আগামী ১ লা অক্টোবর ২০২৪ থেকে। কেন্দ্রীয় অর্থ মন্ত্রক চলতি সপ্তাহের শুরু থেকেই বিভিন্ন পোস্ট অফিসের মাধ্যমে বলেছে জাতীয় ক্ষুদ্র সঞ্চয় (এনএসএস) স্কিমে পরিবর্তনের বিষয়গুলি।
আরোও পড়ুন : মেইনটেনেন্স মাত্র ৬ পয়সা, হু হু করে চলবে ১ কিমি! বাজারে এল নয়া ই-রিকশা, চমকে দেওয়া ফিচার্স
সুকন্যা সমৃদ্ধি যোজনার (Sukanya Samriddhi Yojana) নিয়মগুলি কী কী?
• অভিভাবক ছাড়া দাদু-দিদিমা বা অন্য কারও দ্বারা সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট খোলা হলে নতুন নিয়ম-
✓ যদি দাদু-দিদিমা অভিভাবকত্বের অধীনে এই অ্যাকাউন্টগুলি খোলা হয় তাহলে অভিভাবকত্ব বলবৎ আইনের অধীনে সেই অ্যাকাউন্ট হস্তান্তর করা হবে জীবিত পিতামাতা বা আইনি অভিভাবকের কাছে।
✓ সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট স্কিম, ২০১৯ সালের অনুচ্ছেদ ৩ অমান্য করে একই পরিবারে যদি দুটির বেশি সুকন্যা অ্যাকাউন্ট খোলা হয় তাহলে সেই অনিয়মিত অ্যাকাউন্টগুলিকে চিহ্নিত করে বন্ধ করে দেওয়া হবে বলে জানানো হয়েছে।
• ম্যাচুরিটি শেষে হাতে আসবে কত টাকা –
✓ সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্টে যদি প্রতিবছর মাত্র দেড় লক্ষ টাকা করে জমানো যায় তাহলে ১৫ বছর পর পেতে পারেন ৪৫ লক্ষ টাকা। ১৫ বছর পর সেই টাকা যদি না তুলে ২১ বছরে তোলা যায় (১৫-২১ বছর পর্যন্ত কোনও কনট্রিবিউশন লাগবে না) তাহলে বর্তমান ৮.২% সুদের হারে জমবে ৬৯-৭০ লক্ষ টাকা।