গল্প হলেও সত্যি! মাত্র ১৪৩ টাকায় দার্জিলিং সফর! অবিশ্বাস্য এই প্ল্যান কিভাবে হবে জানেন ?

বাংলাহান্ট ডেস্ক : পুজোর কটা দিন বাইরে থেকে ঘুরে আসতে চান? তবে আপনার প্ল্যানিংয়ে বাধা দিচ্ছে বাজেট? তাহলে চিন্তা করবেন না। সস্তায় শৈল শহর থেকে ঘুরে আসার দুর্দান্ত একটি প্ল্যান সম্পর্কে আপনাদের আজ জানাতে চলেছি। বাঙালির কাছে বরাবরই খুব প্রিয় একটি ভ্রমণ ডেস্টিনেশন দার্জিলিং (Darjeeling)।

এবার সস্তায় হবে দার্জিলিং (Darjeeling) সফর

তবে দার্জিলিং (Darjeeling) ভ্রমণ অনেক সময় ব্যয় সাপেক্ষ হয়ে ওঠে। পুজোর সময় পর্যটকদের কথা চিন্তা করে এবার নতুন পরিকল্পনা করল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা (North Bengal State Transport Corporation)। পাহাড়ে এবার এই রাষ্ট্রীয় পরিবহন সংস্থা শুরু করতে চলেছে বাস পরিষেবা। মাত্র ১৪৩ টাকাতেই করতে পারবেন দার্জিলিং ভ্রমণ!

আরোও পড়ুন : কী ভাবছেন, আর নেবেন না লক্ষ্মীর ভাণ্ডার? তাহলে পোর্টাল থেকে ডিলিট করতে হবে নাম! কিন্তু কীভাবে?

গল্প মনে হলেও এটি একদম সত্যি কথা। মাত্র ১৪৩ টাকায় বাসে করে পৌঁছে যাবেন দার্জিলিং (Darjeeling)। বাঙালির কাছে দার্জিলিং (Darjeeling) ভ্রমণ অনেকটাই স্বপ্নের মতো। সস্তায় শীতল স্পর্শ পেতে তাই অনেকেই পাড়ি জমান দার্জিলিং। দার্জিলিংয়ের অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে ছুটে যান লক্ষ লক্ষ পর্যটক।

আরোও পড়ুন : কনফার্ম খবর! ফের বাড়ছে সরকারি কর্মীদের DA, কত শতাংশ? রাখঢাক না রেখে ঘোষণা করল রাজ্য

প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি দার্জিলিংয়ের (Darjeeling) রয়েছে ঐতিহাসিক মাহাত্ম্য। টয় ট্রেনে করে প্রিয় মানুষটির সাথে পাহাড়ের গা বেয়ে দার্জিলিং ভ্রমণের মজাটাই আলাদা। লাল পান্ডা, তুষার চিতা, তিব্বতীয় নেকড়ে সহ পূর্ব হিমালয়ের প্রচুর বিরল প্রজাতির প্রাণীর দর্শন মেলে দার্জিলিংয়ের পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্কে।

এছাড়াও দার্জিলিংয়ে দেখার জন্য রয়েছে ভুটিয়া বস্তি মনাস্ট্রি, বেঙ্গল ন্যাচারাল হিস্টোরি মিউজিয়াম, লাওডস্ বোটানিকাল গার্ডেন, ঘুম বৌদ্ধ মনেস্ট্রি, শান্তি প্যাগোডা , কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট, সেন্ট অ্যান্ড্রু চার্চ, মহাকাল মন্দির ইত্যাদি। দার্জিলিংয়ের (Darjeeling) এসব কিছু আপনারা দেখতে পারেন মাত্র ১৪৩ টাকায়। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম কিছুদিনের মধ্যেই জলপাইগুড়ি থেকে বাস পরিষেবা শুরু করতে চলেছে দার্জিলিং পর্যন্ত।

Darjeeling tour plan by NBSTC in low cost

মাত্র ১৪৩ টাকার টিকিট কাটলেই বাসে করে পৌঁছে যাওয়া যাবে দার্জিলিং। এনবিএসটিসি-র আধিকারিকরা জানাচ্ছেন, এই রুটে আগে বাস পরিষেবা চালু থাকলেও বিভিন্ন সমস্যার কারণে বন্ধ হয়ে যায়। তবে আবার নতুন করে এই রুটে চালু হচ্ছে বাস পরিষেবা। বাস ছাড়ার সময় ও গন্তব্যে পৌঁছানোর সময় যাতে ঘড়ির কাঁটা মেনে হয় সেই দিকে নজর রাখা হবে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর