গেরুয়া শিবিরের নতুন কৌশল! এবার মিসড কল দিলেই হওয় যাবে BJP’র সদস্য

BanglaHunt : নতুন এক কৌশল এর এর সূত্রপাত ঘটালো বিজেপি, এবার ফোন থেকে মিসড কল দিলেই হওয়া যাবে ভারতীয় জনতা পার্টির সদস্য। যদিও এই সুযোগ আগেও ছিল কিন্তু উৎসাহীদের জন্য আবার এই পদ্ধতির পুনর্ব্যবহার করবে বিজেপি। সম্প্রতি রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এই ‘মিসড কলের’ মাধ্যমে সদস্য পদ দেওয়ার কথা জানিয়েছেন।

কিন্তু এই সমস্ত ক্রিয়া-কলাপ শুধুমাত্র মিসড কলেই থেমে নেই, পরবর্তী নির্বাচন যত এগিয়ে আসছে রাজ্যের বিভিন্ন প্রান্তে মানুষের মধ্যে বিজেপিতে যোগ দেওয়ার উৎসাহ বেড়েছে বিপুলভাবে। গেরুয়া শিবিরে নাম লেখাতে মরিয়া হয়েছে বিভিন্ন কর্মী সংগঠন থেকে শুরু করে সিভিক পুলিশ, অটো-রিক্সা চালক সকলেই৷

কিন্তু এটাই প্রথম নয় এর আগেও মিসড কলের মাধ্যমে বিজেপিতে যোগদান এর সংখ্যা বেড়ে গেছিল, তাই আবারও রাজ্য বিজেপি বহাল রেখেছে এই ব্যবস্থা।

21647 img 20190607 wa0339দলীয় সুত্রে খবর, এই মিসড কলের মাধ‍্যমে বিজেপিতে বেড়েছে প্রায় ৫০ লক্ষ সদস্য সংখ্যা।

সম্পর্কিত খবর