খবরের শিরোনামে পলিগ্রাফ-নার্কো টেস্ট! কোনটি বেশি কার্যকরী? জানুন, এই দুই পরীক্ষার পার্থক্য

বাংলাহান্ট ডেস্ক : লিভ-ইন সঙ্গীকে নারকীয় ভাবে খুনের অভিযোগ উঠেছিল আফতাব আমিন পুনাওয়ালার বিরুদ্ধে। আফতাবের বিরুদ্ধে অভিযোগ ছিল সে তার লিভ-ইন পার্টনারকে খুন করে তার দেহাংশ ফেলে দিয়েছিল দক্ষিণ দিল্লির ছতরপুরের জঙ্গলে। দিল্লি পুলিশ এখন পলিগ্রাফ ও নার্কো টেস্ট (Narco Polygraph Test) করতে চাইছে সেই আফতাব আমিন পুনাওয়ালার।

পলিগ্রাফ-নার্কো টেস্ট কী (Narco Polygraph Test) ?

পিটিআইকে এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, আফতাবের নার্কো টেস্টের জন্য ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে আদালতের কাছে। এমনকি সম্প্রতি আরজি কর মেডিকেল কলেজে হয়ে যাওয়া মহিলা চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় মূল অভিযুক্ত সহ একাধিক জনের করা হয়েছে পলিগ্রাফ টেস্ট। পাশাপশি নার্কো টেস্ট করার (Narco Polygraph Test)  চিন্তা-ভাবনাও চলছে।

আরোও পড়ুন : হায় হায়! এ কী কান্ড! ছাতা বিছিয়ে রেলওয়ে ট্র্যাকেই নিশ্চিন্ত ঘুম! শেষমেশ চালক যা করলেন…’থ’ সকলেই

• নার্কো এবং পলিগ্রাফ টেস্ট (Narco Polygraph Test)

সোডিয়াম পেন্টোথ্যাল ব্যবহার করে করা হয় নার্কোটিক অ্যানালিসিস পরীক্ষা। এটিকে ট্রুথ সিরাম পরীক্ষাও বলা হয়ে থাকে। যে ব্যক্তির উপর এই মেডিকেশন ব্যবহার করা হয় তিনি হারিয়ে ফেলেন নিজের আত্মসচেতনতা। এরপর তিনি মনের কথা বলে ফেলতে পারেন তদন্তকারীদের কাছে। এই পরীক্ষা চলার সময় উপস্থিত থাকতে পারেন একজন সাইকোলজিস্ট, একজন তদন্তকারী অফিসার অথবা ফরেন্সিক বিশেষজ্ঞ।

আরোও পড়ুন : ‘উপহার পাঠালেও ওর কাছে পৌঁছবে কি না জানি না’! জীতুর জন্মদিনে আক্ষেপ ‘প্রাক্তন’ নবনীতার

অন্যদিকে লাই ডিটেক্টর অধিক পরিচিত পলিগ্রাফ টেস্ট নামে। এই পরীক্ষার মধ্যে দিয়ে যাওয়ার সময় অভিযুক্তর ব্লাড প্রেশার, পালস রেট এবং রেসপিরেশনের মতো শারীরিক অবস্থা রেকর্ড করা হয় একটি ডিভাইসের মাধ্যমে। ওই ব্যক্তি সত্যি কথা বলছেন কিনা তা জানা যায় সেই ডিভাইসের মাধ্যমেই। ১৯২৪ সাল থেকে পুলিশ ও তদন্তকারীরা পলিগ্রাফ টেস্টের ব্যবহার করে আসছেন।

Narco Polygraph Test difference

• নার্কো এবং পলিগ্রাফ টেস্টের পার্থক্য (Narco Polygraph Test) :

যে ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে নির্দিষ্ট মেডিকেশনের সাহায্যে তার চেতনার পরিবর্তন ঘটানো হয় এই নার্কোটিক্স ব্যবহার করে। আবার একজন ব্যক্তি সত্যি কথা বলছেন কিনা তা নির্ণয় করার জন্য শারীরবৃত্তীয় চিহ্নের উপর নির্ভর করে করা হয়ে থাকে পলিগ্রাফ টেস্ট। যদিও বৈজ্ঞানিকভাবে এই দুটি পরীক্ষাই ১০০% সফলতার দাবি করে না। এছাড়াও এই দুটি পরীক্ষা নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে চিকিৎসা জগতেও।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর