সেপ্টেম্বরে এত্ত দিন ছুটি! কবে কবে বন্ধ থাকবে স্কুল-কলেজ, অফিস-কাছারি? দেখুন তালিকা

বাংলা হান্ট ডেস্কঃ চলছে অগাস্ট মাস। আর দু’দিন মাত্র। তারপরই সেপ্টেম্বর শুরু। আর এই নতুন মাসেই রয়েছে একের পর এক ছুটি (Holiday)। জুলাই মাসে খুব একটা ছুটি (Government Holiday) মেলেনি। একটানা কাজ করতে হয়েছে সরকারি কর্মীদের। স্কুল পড়ুয়াদের (School) ক্ষেত্রেও তাই। যদিও আগস্টে শেষের দিকে কয়েকটা টানা ছুটি মিলেছে। এবার সেপ্টেম্বরেও বেশ কয়েকদিন ছুটির সুযোগ থাকছে সরকারি কর্মীদের জন্য।

সামনেই টানা ছুটি (Government Holiday)

দুর্গাপুজোর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি। তার আগে সেপ্টেম্বর মাসে স্কুল, কলেজ বা ব্যাঙ্ক তো ছুটি থাকছেই, পাশাপাশি পর পর ছুটি পাবে পড়ুয়া ও সরকারি কর্মীরাও। এই মাসে স্কুলে-কলেজে সাপ্তাহিক ছুটির পাশাপাশি উপরি ছুটিও থাকবে।

জানিয়ে রাখি, এই মাসে ৫ টি রবিবার পড়েছে। সেই দিনগুলিতে ছুটি তো থাকছেই। শনিবার দিনও কোনো কোনো স্কুলে পূর্ণ ছুটি, কোথাও আবার অর্ধদিবস ছুটি থাকে। এছাড়াও আগামী মাসে কয়েকটি ছুটি রয়েছে। কবে কবে মিলবে সেই ছুটি? রইল সম্পূর্ণ তালিকা।

আরও পড়ুন: ‘উপহার পাঠালেও ওর কাছে পৌঁছবে কি না জানি না’! জীতুর জন্মদিনে আক্ষেপ ‘প্রাক্তন’ নবনীতার

রবিবার মিলিয়ে সেপ্টেম্বরে মোট সাতটি ছুটি থাকবে। এই মাসেই রয়েছে গণেশ চতুর্থীর মতো উৎসব। যেই উৎসবে গোটা দেশবাসী মেতে ওঠে। সেপ্টেম্বরে কেন্দ্রীয় সরকারের শিক্ষা নির্দেশিকা দ্বারা স্কুল ক্যালেন্ডারে দেওয়া হয়েছে ছুটির তালিকা। ৭ সেপ্টেম্বর, ২০২৪ গণেশ চতুর্থী পড়েছে বৃহস্পতিবার।

holiday west bengal

আরও পড়ুন: খবরের শিরোনামে পলিগ্রাফ-নার্কো টেস্ট! কোনটি বেশি কার্যকরী? জানুন, এই দুই পরীক্ষার পার্থক্য

১৫ সেপ্টেম্বর ২০২৪ ওনাম পড়েছে রবিবার। ১৬ সেপ্টেম্বর, ২০২৪ ইদে মিলাদ পড়েছে। এই সুযোগে কোথাও কোথাও দু’দিনও ছুটি মিলতে পারে। যদিও রাজ্য বিশেষে ছুটির তালিকা ভিন্ন হয়। উপরিক্ত ছুটিগুলি ছাড়াও কিছু স্থানীয় ছুটি বা এলাকাভিত্তিক ছুটি থাকে। উল্লেখ্য, এই ছুটির তালিকার কয়েকটি ছুটি দেশজুড়ে সর্বত্র পালিত হয় না।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর