পালিয়ে গেছে হবু স্ত্রী : “বউ চাই” প্ল্যাকার্ড হাতে ধর্নায় বসলেন যুবক

বাংলা হান্ট ডেস্ক: ধুপগুড়ির অনন্ত বর্মণ ধরনায় বসেছিলেন প্রেমিকাকে ফিরে পেতে। তারপর থেকেই যেন এক ট্রেন্ড শুধু হয়েছে ধরনায় বসার। এবার উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের গোপাল বল ধরনায় বসলেন বউয়ের দাবিতে। দাবি, শ্বশুরবাড়ি থেকে তাঁর স্ত্রী পালিয়ে গেছে সামাজিক বিয়ের আগেই।

গোপালের দাবি, চলতি বছরের 26 এপ্রিল তাঁর রেজিস্ট্রি হয় কানকির বাসিন্দা মনখুশি সরকারের সঙ্গে। তাঁদের সামাজিক বিয়ে হওয়ার কথা ছিল 21 জুন। হঠাৎই গোপাল জানতে পারেন তার স্ত্রীকে পাওয়া যাচ্ছে না। গোপালের দাবি, শ্বশুরবাড়ির লোকও কোনও সাহায্য করছে না এই বিষয়ে। এরপরই তিনি ধরনা দেওয়ার সিদ্ধান্ত নেন শ্বশুরবাড়ির সামনে।

বউকে খুঁজে দেওয়ার দাবিতে শ্বশুর বাড়ির সামনে হাতে প্ল্যাকার্ড নিয়ে বসেছেন গোপাল বল, তাতে লেখা “বউ চাই”। গোপালবাবু বলেন, “আমার বউ পালিয়ে গেছে বিয়ের 13 দিন আগে। আমি ফেরত চাই আমার বউকে।

54712 img 20190607 wa0370যতক্ষণ না বউকে এনে দিচ্ছে ততক্ষণ ধরনা চলবে শ্বশুরবাড়ির সামনে।” যদিও এখনও পর্যন্ত এবিষয়ে শ্বশুরবাড়ির সদস্যদের কোনো প্রতিক্রিয়া মেলেনি।

সম্পর্কিত খবর