বাংলা হান্ট ডেস্ক: উত্তাল হয়ে রয়েছে সমুদ্র। আবহাওয়া দপ্তর জানিয়েছে নতুন একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। তবে এর জেরে কলকাতা (Kolkata) সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। কোনো সতর্কতা জারি করা হয়নি। তবে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে একাধিক অংশে।
হাল্কা ভিজবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা (South Bengal Weather)
বেশ কিছুদিন টানা বৃষ্টির পর বৃহস্পতিবার থেকে শুকনো আবহাওয়া। সেভাবে বৃষ্টি হয়নি। কোথাও কোথাও আংশিক মেঘলা ছিল আকাশ। কোথাও আবার ঝলমলে রোদ। আবহাওয়া দপ্তর জানিয়েছে শুক্রবার থেকে আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি চলবে। হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ পূর্বাভাসও রয়েছে কোথাও কোথাও। যদিও কোনো সতর্কতা নেই।
রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে। আগামী সাতদিন দক্ষিণের সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার বিকেলে থেকে বৃষ্টি কিছুটা বাড়তে পারে। ঝাড়গ্রাম, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা সামান্য বেশি রয়েছে।
ভারী বৃষ্টির সতর্কতা না থাকলেও সাগরে ঘূর্ণবর্তের জেরে মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ ও আগামীকাল সমুদ্র উত্তাল থাকবে। ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। সেই কারণে সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে মৎস্যজীবীদের।
আরও পড়ুন: ‘১৯ সেপ্টেম্বর..,’ অবশেষে! নিয়োগ দুর্নীতি মামলায় বিরাট নির্দেশ কলকাতা হাইকোর্টের
শুক্রবার কলকাতার আকাশ পরিষ্কার ছিল। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা ও সংলগ্ন এলাকার আকাশ আংশিক মেঘলা থাকবে থাকতে পারে। বৃষ্টির সম্ভাবনা সেরম নেই। সামান্য বৃষ্টি হলেও হতে পারে। পাশাপাশি বজ্রবিদ্যুতের পূর্বাভাসও রয়েছে।
এক নজরে উত্তর: আগামীকাল এবং রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায়। জারি হয়েছে হলুদ সতর্কতা। কোথাও কোথাও বজ্রপাত হতে পারে। আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।