আরজি কর কাণ্ডে উত্তাল বাংলা! বিস্ফোরক অডিও শেয়ার করে মমতাকে ফালাফালা আক্রমণ শুভেন্দুর

বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর কাণ্ডের প্রতিবাদে গত ১৪ আগস্ট মধ্যরাতে রাত দখলের কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল। রাজ্যের নানান প্রান্তের মহিলারা সেদিন বাড়ি থেকে বেরিয়ে এসেছিলেন। তারকা থেকে সাধারণ মানুষ বাদ যাননি কেউ। আগামী ৪ সেপ্টেম্বর ক্যানিংয়ে ফের রাত দখলের কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। তবে সেখানে যাতে কোনও ছেলেমেয়ে না যায়, সেটা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশ দাস। সম্প্রতি এই অভিযোগ তুলে এক্স হ্যান্ডেলে একটি অডিও ক্লিপিং শেয়ার করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

  • অডিও শেয়ার করে বিস্ফোরক শুভেন্দু (Suvendu Adhikari)

রবিবার দুপুরে নিজের এক্স হ্যান্ডেলে ১ মিনিট ৩৮ সেকেন্ডের একটি অডিও পোস্ট করেন শুভেন্দু। সেখানে এক ব্যক্তিকে কিছু নির্দেশ দিতে শোনা যাচ্ছে। নন্দীগ্রামের বিজেপি বিধায়কের দাবি ওই গলা ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশ দাসের (Paresh Das)। অডিওয় বলতে শোনা যাচ্ছে, আরজি কর ঘটনাকে কেন্দ্র করে সিপিএম, কংগ্রেস, বিজেপি সহ অন্যান্য দলের তরফ থেকে রাত দখলের ডাক দেওয়া হয়েছে। আগামী ৪ সেপ্টেম্বর রাত দখল হবে। ক্যানিং হাসপাতাল মোড় অথবা ক্যানিং বাসস্ট্যান্ডে জমায়েত হবে বলে দাবি করেন তিনি।

  • কী লিখেছেন শুভেন্দু?

অডিওয় পরেশকে দলের অঞ্চল সভাপতি, যুব সভাপতি, মহিলা সভাপতি, পঞ্চায়েত সদস্য-সদস্যা, দলের নেতৃত্ব এবং দলের কর্মী সহ স্থানীয় নেতৃত্বকে একটি বার্তা দিতে শোনা যায়। প্রত্যেককে নিজ নিজ এলাকার মানুষকে রাত দখলের কর্মসূচিতে না বেরনোর কথা বলতে বলেন তিনি। বিশেষত দলীয় কোনও কর্মী যাতে আবেগের বশে না বেরোন সেটা সুনিশ্চিত করার নির্দেশ দেন ক্যানিং পশ্চিমের বিধায়ক (Trinamool Congress)। যদি এমনটা হয় তাহলে দলের নেতৃত্বকে সাসপেন্ড করার হুঁশিয়ারিও দেন তিনি। চক্রান্ত করে দলকে কালিমালিপ্ত করার চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেন বিধায়ক।

আরও পড়ুনঃ ফাঁকির দিন শেষ! ১০০ দিনের কাজে এবার নয়া নিয়ম, বিরাট সিদ্ধান্ত কলকাতা পুরসভার

শুভেন্দুর (Suvendu Adhikari) দাবি, অডিওয় যে ব্যক্তির কণ্ঠস্বর শোনা যাচ্ছে সেটা ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ দাসের। বাংলা হান্ট ওই অডিওর সত্যতা যাচাই করেনি। এদিকে এই অডিও ক্লিপিং শেয়ার করে মমতা সহ তৃণমূলকে একহাত নিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা।

Suvendu Adhikari

শুভেন্দু (Suvendu Adhikari) লিখেছেন, তৃণমূল মানেই হিংসা, ধমকি, হুমকির পাশে দাঁড়ানো। এভাবেই নিজের ক্ষমতা উপভোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। উদাহরণ হিসেবে শেখ শাহজাহান, অনুব্রত মণ্ডল, আনারুল হোসেন, সন্দীপ ঘোষের নাম নিয়েছেন তিনি। একইসঙ্গে লিখেছেন, ‘কেউ যদি ভাবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর দলের সদস্যরা ন্যায়বিচার চান, তাহলে দয়া করে এই অডিও ক্লিপটা শুনবেন। মমতা বন্দ্যোপাধ্যায় ইস্তফা দিলেই বাংলা আবার ঘুরে দাঁড়াবে। ততদিন অবধি কোনও আশা নেই’।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর