Ditipriya Roy: ভয়ে মুখ বুজে থাকা নয়, কাজে প্রভাব পড়লে? আরজিকর এর প্রতিবাদ মিছিলে স্পষ্ট জবাব দিতিপ্রিয়ার

বাংলাহান্ট ডেস্ক : আরজিকর কাণ্ডের প্রতিবাদে সোচ্চার দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)। ক্যালেন্ডারে শুধু একটার পর একটা তারিখ বদলাচ্ছে। বিচার এখনো অধরা। তবুও প্রতিদিনই অদম্য মনের জোরে রাস্তায় নামছেন বহু মানুষ। রবিবারও বিচারের দাবিতে পথে নামলেন অসংখ্য মানুষ। সাধারণের মধ্যে থেকেই মিছিলে পা মেলালেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)। ১৪ ই অগাস্টের ‘রাত দখল’ এর কর্মসূচির পর ফের এদিন ‘তিলোত্তমা’র জন্য বিচার চেয়ে রাস্তায় নামলেন অভিনেত্রী। একজন সাধারণ নাগরিক হিসেবে এই মিছিলে তিনি হাঁটছেন বলে জানান দিতিপ্রিয়া।

মানুষের ভিড়ে পা মেলালেন দিতিপ্রিয়া (Ditipriya Roy)

দিতিপ্রিয়ার (Ditipriya Roy) কথায়, ১৪ ই অগাস্ট রাতেও সাধারণ মানুষের ভিড়ে মিশেই রাস্তায় নেমেছিলেন তিনি। এখানে আলাদা করে তাঁর জন্য কোনো পরিচিতির প্রয়োজন নেই। একজন সাধারণ মানুষ হিসেবে বিচারের দাবি জানাচ্ছেন তিনি। ছোটপর্দার অত্যন্ত পরিচিত মুখ দিতিপ্রিয়া। পাশাপাশি চুটিয়ে কাজ করছেন সিনেমা এবং ওয়েব সিরিজেও। টলিপাড়ার অনেক তারকাই যেখানে মেপেজুপে মুখ খুলছেন এ বিষয়ে, সেখানে দিতিপ্রিয়ার সুর চড়াতে ভয় করছে না? কাজে প্রভাব পড়ার ভয় কাজ করছে না তাঁর মধ্যে?

আরো পড়ুন : Hardik Pandya: নাতাশা যেতেই নতুন নারী, হার্দিককে সরাসরি প্রেম প্রস্তাব বলিউড নায়িকার

মানসিক ভাবে ভেঙে পড়েছেন অভিনেত্রী

সংবাদ মাধ্যমকে দিতিপ্রিয়া (Ditipriya Roy) বলেন, তিনি এখন অন্য কিছু চান না। যতক্ষণ না সুবিচার আসছে তিনি অন্য কিছু ভাবতেও পারছেন না। অভিনেত্রী আরো বলেন, ‘কাল যদি আমার সঙ্গে এমন কিছু ঘটে, তাহলে আমার মা বাবা কতদিন লড়তে পারবেন আমার জন্য? সত্যিই জানি না কতদিন ধরে লড়ে যেতে হবে’।

আরো পড়ুন : Airport: গাছের তলায় অপেক্ষা করেন যাত্রীরা, মোটে ৪৫ জন প্যাসেঞ্জার নিয়ে এটিই বিশ্বের সবথেকে ছোট বিমানবন্দর!

আরজি কর এর ঘটনা প্রভাব ফেলেছে দিতিপ্রিয়ার (Ditipriya Roy) মনে। ভেঙে পড়েছেন তিনি। অভিনেত্রী বলেন, ভাইরাল হওয়া শুনে, নির্যাতিতার মা বাবার কথা শুনে, তাঁর উপরে হওয়া অত্যাচারের কথা চিন্তা করে তিনি বাড়িতে বসে থাকতে পারছেন না। ঘুমাতে পারছেন না। একজন মেয়ে এবং একজন মানুষ হিসেবে তিনি শুধুই বিচার চান।

Ditipriya Roy

আরজিকরে সেদিনের ঘটনার পর থেকে কাটতে চলেছে এক মাস। ঘটনার তদন্তভার নিয়েছে সিবিআই। কিন্তু উল্লেখযোগ্য কোনো আপডেট এখনো প্রকাশ্যে আসেনি। তবে প্রতিবাদও থেমে নেই। কাজের উপরে কতটা প্রভাব পড়ছে জানতে চাইলে দিতিপ্রিয়া বলেন, কাজ তো সকলকেই করতে হবে। কিন্তু কাজের পরে এসে মিছিল করবেন। সাধারণ মানুষ হিসেবে এটুকু তো করাই যায়, বক্তব্য দিতিপ্রিয়ার।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর