বাংলা হান্ট ডেস্ক: মাঝে কেটে গিয়েছে গোটা একটা বছর। দেখতে দেখতে উমার আবার বাড়ি ফেরার সময় হয়ে এলো। বছর ঘুরতেই আবার ঘরের মেয়ে ফিরছে ঘরে। প্রত্যেক বছর মহালয়া (Mohaloya) দিয়েই শুরু হয়ে যায় দুর্গা পুজোর গৌরচন্দ্রিকা। দেবীর আগমনে চারপাশ আনন্দে মুখরিত হয়ে ওঠে। যদিও এবছর আরজিকর কাণ্ডের জেরে রাজ্যের পরিস্থিতিটা একেবারেই আলাদা।
জি বাংলায় এল মহালয়ার (Mohaloya) নতুন প্রোমো
কিন্তু এক বছর পর মর্ত্যে আসছেন দেবী। আর দেবী দুর্গা মানেই হলেন শুভ শক্তির আধার। অন্ধকারকে ঘুচিয়ে আলোর দিশা দেখান তিনি। তাই দেবী দুর্গার আগমনের সাথেই অশুভ শক্তির বিনাশের অপেক্ষায় রয়েছে গোটা বাংলা। হাতে গোনা আর মাত্র কটা দিন তারপরেই শুরু হয়ে যাবে দেবীপক্ষ। এবছর ২ অক্টোবর পড়েছে মহালয়া (Mohaloya)।
আর মহালয়া মানেই পিতৃপক্ষের অবসান ঘটিয়ে শুভ সূচনা হয় দেবী পক্ষের। ইদানিং সময়ের সাথে সাথেই পাল্টেছে মহালয়ার (Mohaloya) সংজ্ঞা। তবে আজও কিন্তু বাঙালির কাছে মহালয়ার (Mohaloya) ভোরে রেডিওতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কন্ঠে মহিষাসুর মর্দিনী ছাড়া দুর্গাপুজো আজও অসম্পূর্ণ। কিন্তু একইসাথে সময়ের সাথে তাল মিলিয়ে এখন সকাল হতেই টেলিভিশনের পর্দায় মহালয়া দেখতে বসে যান দর্শকরা।
আরও পড়ুন : ইন্দিরা গান্ধীর এবার মমতা বন্দোপাধ্যায়? আসন্ন বায়োপিক নিয়ে মুখ খুললেন কঙ্গনা
কার্যত দুর্গা সাজার হিড়িক পড়ে যায় টেলিভিশনের পর্দায়। এবারও তার ব্যতিক্রম নয়। আগেই জানা গিয়েছিল এবছর জি বাংলায় দেবীর নয় রূপ নিয়ে হাজির হচ্ছেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। তাঁর সাথেই চমক নিয়ে হাজির থাকছেন জি বাংলার বিভিন্ন জনপ্রিয় মেগা সিরিয়ালের নায়িকারাও। এতদিন এতদিন সেই নয় রূপ প্রকাশ্যে না এলেও অবশেষে আজ প্রকাশ্যে এল শুভশ্রী ছাড়াও মহামায়ার নয়টি রূপ।
View this post on Instagram
মহালয়ার আগে আজ আরও একটি নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে প্রথমেই হাতে খাঁড়া নিয়ে যুদ্ধক্ষেত্রে প্রবেশ করছেন দেবী দুর্গা। আর তাঁর দুপাশে দাঁড়িয়ে রয়েছেন দেবীর আরো অন্যান্য রূপ। একে একে পরিচয় করানো হয় মহামায়ার নয় রূপ সম্পর্কে। এরপরেই দেখা যায় মহামায়া সমস্ত রূপ একসাথে মিলে এক ভয়ঙ্কর শক্তিশালী রূপ নেয় দেবী দুর্গা। তারপরেই মহিষাসুরমর্দিনী রূপে ত্রিশূল হাতে তিনি অসুর বধ করেন। আগামী ২ অক্টোবর ভোর পাঁচটা থেকে জি বাংলার পর্দায় সম্প্রচারিত হবে এই নব রূপে দেবী দুর্গা।