‘হিট অফ দ্য মোমেন্টে বলে ফেলেছে,অন্যায় হয়েছে’! রাত গড়াতেই উল্টোসুর, কাঞ্চনের হয়ে সাফাই শ্রীময়ীর

বাংলা হান্ট ডেস্ক : আরজিকর কাণ্ডে এবার শিরোনামে কাঞ্চন-শ্রীময়ী (Kanchan-Sreemoyee)। আরজিকরের তরুণী চিকিৎসকের মর্মান্তিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এই মুহূর্তে রাজ্য জুড়ে উথাল পাথাল চলছে। মেয়ের বিচার চেয়ে কর্মবিরতি ঘোষণা করে আন্দোলনে নেমেছেন জুনিয়র চিকিৎসকরা। আর রাজ্যের এমন সংবেদনশীল পরিস্থিতিতে একজন দায়িত্বশীল নাগরিক হয়েও চিকিৎসকদের উদ্দেশ্যে বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন তৃণমূলের বিধায়ক-অভিনেতা কাঞ্চন মল্লিক (Kanchan Mullick)। স্বামীর হয়ে সাফাই গাইতে এসে বিতর্কে জড়িয়েছেন স্ত্রী শ্রীময়ী চট্টরাজ-ও (Sreemoyee Chattoraj)।

কাঞ্চনের হয়ে সাফাই শ্রীময়ীর (Kanchan-Sreemoyee)

চিকিৎসকদের কটাক্ষ করে এদিন কাঞ্চন মল্লিক (Kanchan-Sreemoyee) প্রশ্ন ছুঁড়েছিলেন ‘বেতন নেবেন তো? বোনাস নেবেন তো?’ যার জেরে সোমবার দিনভর অজস্র  সমালোচনা হিসাবে বুমেরাং হয়ে ফিরে আসে তাঁর দিকেই। আর তাতেই আর কাঞ্চন মল্লিককে নিয়ে  শুরু হয়েছে নতুন বিতর্ক। কাঞ্চনের মন্তব্য শুনে তাঁকে কার্যত তুলোধোনা করেছেন আম জনতা থেকে শুরু করে টলি পাড়ার একাধিক জনপ্রিয়  অভিনীত অভিনেত্রী।

   

যদিও প্রথমে প্রবল সমালোচনার মুখে পড়েও নিজের বক্তব্য অনড় ছিলেন অভিনেতা কাঞ্চন। স্বামীকে সমালোচিত হতে দেখে ফুঁসে  উঠেছিলেন মিসেস মল্লিক অর্থাৎ অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ (Kanchan-Sreemoyee)। স্বামীর হয়ে সাফাই গাইতে সোমবার বিকেলেই সংবাদমাধ্যমে তিনি জানিয়েছিলেন ‘কাঞ্চন তো কোন ভুল কথা বলেনি। ‘

কিন্তু এক রাতের মধ্যেই সুর পাল্টে ফেলেন শ্রীময়ী। স্বামীর হয়ে নিঃশর্ত ক্ষমা চেয়ে সোশ্যাল মিডিয়ায় লিখলেন দীর্ঘ বিবৃতি। চাপে পড়ে শোনালেন ইমোশনাল কাহিনীও। এদিন রাতেই ইনস্টাগ্রামে একটি দীর্ঘ পোস্ট করে শ্রীময়ী লিখেছেন, ‘কাঞ্চন ডাক্তারদেরকে নিয়ে যে কথাটা বলেছে যে সরকারি বেতন বা বোনাসের কথা উল্লেখ করে সেটাতে আমি একদমই সহমত পোষণ করছি না ,এটা বলা হয়তো ওর ভুল হয়েছে ,এটা অন্যায় হয়েছে,তবে একটা কথা বলে রাখা উচিত প্রত্যেকটা মানুষের প্রত্যেকদিন হয়তো মেজাজ ঠিক থাকে না।

আরও পড়ুন : ‘নির্লজ্জ কমেডি’! চাঁচাছোলা ভাষায় ‘বন্ধু’ ত্যাগ সুদীপ্তার, কি প্রতিক্রিয়া দিলেন কাঞ্চন?

ড্যামেজ কন্ট্রোলে নেমে ইমোশন্যাল কাহিনী শুনিয়ে স্বামী সোহাগী শ্রীময়ী এদিন দাবি করেছেন, কাছের মানুষের মৃত্যুতে নাকি কাঞ্চন ‘হিট অফ দ্য মোমেন্টে’ ওই মন্তব্য করে ফেলেছিলেন। অভিনেত্রী জানান, ‘লাস্ট যেদিন IMU এর বনধ্ ছিল সেদিন কাঞ্চনের এক পরিচিত ভাতৃস্থানীয় বলা যেতে পারে তার মায়ের ইন্টারন্যাল ব্লিডিং শুরু হয়েছিল ব্রেন থেকে এবং তাকে ডক্টরের কাছে অ্যাডমিট করার জন্য হন্যে হয়ে ঘুরেছে বিভিন্ন হসপিটাল এবং সেখানে তার চিকিৎসা পায়নি সকাল থেকে ইমারজেন্সি বিভাগ বন্ধ ছিল এবং সেখানেও অবরোধ চলছিল, তো সেই ছেলেটি বারবার কাঞ্চনকে ফোন করছিল যে আমার মাকে বাঁচাও কাঞ্চন দা… কিন্তু দুর্ভাগ্যবশত সকালের ঘটনা এটা , বিকেল বেলা পাঁচটা নাগাদ তার মা মারা যায়, তখন সে কাঞ্চনকে লেখে ‘থ্যাংক ইউ কাঞ্চনদা আর কোন মেডিকেল সহযোগিতার জন্য তোমাকে বারবার বলবো না।’

কিন্তু সত্যিই কি তাই? নাকি তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সতর্কবাণী  পেয়েই এদিন বাধ্য হয়ে সুর নরম করেছেন কাঞ্চন পত্নী শ্রীময়ী? অভিষেক এদিন জনপ্রতিনিধিদের হুঁশিয়ারি দিয়ে এক্স হ্যান্ডেলে লিখেছিলেন, ‘দল নির্বিশেষে জনপ্রতিনিধিদের আরও নম্র এবং সহানুভূতিশীল হতে পারে। তৃণমূল কংগ্রেসের প্রত্যেকের কাছে আমি আর্জি জানাব যে তাঁরা যেন স্বাস্থ্য সমাজ বা নাগরিক সমাজের কারও বিরুদ্ধে আজেবাজে মন্তব্য না করেন। প্রত্যেকের প্রতিবাদ এবং মতপ্রকাশের অধিকার আছে।’

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর