এই প্রথম! RG Kar কাণ্ডের প্রতিবাদে সরকারি পুরস্কার ফেরাচ্ছেন দুই অভিনেতা

বাংলা হান্ট ডেস্ক : আরজিকর কাণ্ডের (RG Kar Case) প্রতিবাদের ঝড় উঠেছে গোটা রাজ্যে। মেয়ের বিচারের দাবিতে নির্ঘুম রাত কাটাচ্ছেন রাজ্যবাসি। তিলোত্তমার বিচার না পাওয়া পর্যন্ত নিজেদের দাবিতে অনড় আন্দোলনকারীরা। এখনও  লালবাজারে অবস্থানরত অবস্থায় রয়েছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। ইতিপূর্বে আরজিকরের (RG Kar Case) তরুণী চিকিৎসকের নির্মম হত্যা,ধর্ষণ কাণ্ডের ঘটনায় প্রতিবাদ জানিয়ে একাধিক ক্লাব কর্তৃপক্ষ দুর্গা পুজোর সরকারি অনুদান ফিরিয়ে দিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন।

RG Kar কাণ্ডের (RG Kar Case) প্রতিবাদে সরকারি পুরস্কার ফেরাচ্ছেন দুই অভিনেতা

আর এবার আরজিকর কাণ্ডের (RG Kar Case) প্রতিবাদে সরকারি পুরস্কার ফেরাচ্ছেন প্রবীণ নাট্য ব্যক্তিত্ব চন্দন সেন এবং নাট্য পরিচালক তথা অভিনেতা বিপ্লব বন্দ্যোপাধ্যায়। এদিন তারা দুজনেই সরকারি পুরস্কার তথা সম্মান ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। যার ফলে এই প্রথম আরজিকার কাণ্ডের প্রতিবাদে কোন সরকারই পুরস্কার ফিরিয়ে দিচ্ছেন পুরস্কার প্রাপকরা । যার ফলে কার্যত আরও জোরালো হল প্রতিবাদ

প্রসঙ্গত আরজিকরের তরুণী হত্যার প্রতিবাদে যখন রাজ্যের মানুষ দিনের পর দিন রাস্তায় নেমে প্রতিবাদ করছেন। কাঁধে কাঁধ মিলিয়ে সাথ দিচ্ছেন টলিউড তারকরা।  তখন তারই মাঝে আন্দোলনকারীদের নিশানা করতে গিয়ে বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন অভিনেতা বিধায়ক কাঞ্চন মল্লিক। তবে এমন একটি স্পর্শকতার বিষয়ে জুনিয়র চিকিৎসকদের উদ্দেশ্যে ‘বেতন নেবেন না? বোনাস নেবেন না?’ বলে খোঁচা  দিয়ে সোমবার দিনভর সমালোচিত হয়েছিলেন কাঞ্চন।

তারপর চাপে পড়ে সোশ্যাল মিডিয়ায় বাধ্য হয়ে ক্ষমাও চেয়েছেন তিনি। কিন্তু কাঞ্চন মল্লিক নিজেও একজন অভিনেতা। তাই ইনি আরজিকর কান্ডের প্রতিবাদীদের খোঁচা দিয়ে যেভাবে পুরস্কার ফেরত দেওয়ার জন্য আহ্বান জানিয়েছিলেন তাতে কাঞ্চনের উপর চটেছেন টলিউডের একটা বড় অংশ। পাশাপাশি অভিনেতা বিধায়কের এই বিতর্কিত মন্তব্যে চরম অপমানিত বোধ করছেন বর্ষীয়ান নাট্যকার চন্দন সেন।

আরও পড়ুন : সন্দীপ আসতেই উত্তাল পরিস্থিতি! ঠাটিয়ে থাপ্পড় খেলেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ

তাই প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার সকালেই ২০১৭ সালে রাজ্য সরকারের দেওয়া দীনবন্ধু মিত্র পুরস্কার ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ইতিমধ্যেই তিনি রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগে ইমেইল করে জানিয়েছেন নিজের সিদ্ধান্তের কথা। সেইসাথে বর্ষীয়ান এই নাট্য ব্যক্তিত্ব পুরস্কার হিসেবে পাওয়া নগদ পঁচিশ হাজার টাকাও ফেরত দেবেন বলে জানিয়েছেন।

 

RG Kar Case

তবে  চন্দন সেন একা নন পরিচালক অভিনেতা বিপ্লব বন্দ্যোপাধ্যায়-ও  রাজ্য সরকারের তরফ থেকে পাওয়া তার নাট্য একাডেমী পুরস্কার  ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। পুরস্কার ফেরানোর পাশাপাশি এদিন পুরস্কার মূল্য হিসেবে পাওয়া ৩০  হাজার টাকাও তিনি ফিরিয়ে দেবেন বলে জানিয়েছেন তিনি। এমনকি এদিন কাঞ্চন মল্লিক প্রকাশ্যে ক্ষমা চাওয়ার পরেও নিজেদের সিদ্ধান্তে অনড় চন্দন সেন এবং বিপ্লব বন্দ্যোপাধ্যায়।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর