আরেব্বাস! দুটি ইলিশ বিক্রি করেই মালামাল! দীঘায় যে দরে রূপোলী শস্য বিক্রি হল….হাঁ হয়ে যাবেন

বাংলাহান্ট ডেস্ক : ইলিশ (Ilish) মাছের দাম আগুন। ইলিশের ওজন যত বেশি হয় তার দামও তত বেশি হয়। ছোট ইলিশ ৫০০ থেকে ৬০০ টাকা কিলো দরে বিক্রি হয়। তার থেকে বেশি ওজন হলে ১০০০ টাকা থেকে ১২০০ টাকা কিলো দরে বিক্রি হয়। আরো বেশি বড় সাইজের হলে ১৮০০ থেকে ২০০০ টাকা পর্যন্ত কেজি দরে বিক্রি হয়।

দীঘায় ইলিশের (Ilish) চমক

স্বাদে গন্ধে অতুলনীয় সেই ২০০০ টাকা কিলো দরে ইলিশ বাড়িতে আনেন অনেকে। এবার দিঘার (Digha) মৎস্য নিলাম কেন্দ্র ও মৎস্য বাজারে একটি ইলিশ বিক্রি হলো ৩০০০ টাকা কিলো দরে। সম্প্রতি সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে একটি ভিডিও (Viral Video)। সেখানে দেখা যাচ্ছে, বিরাট সাইজের দুটি ইলিশ মাছ হাতে নিয়ে দাম হাঁকাচ্ছেন এক মাছ বিক্রেতা।

আরোও পড়ুন : অবিশ্বাস্য! মাত্র ২০ টাকায় গোটা পরিবার নিয়ে ঘুরে আসুন এই রাজকীয় জায়গা, নিমেষে দূর হবে ক্লান্তি

ইলিশের (Ilish) দাম জিজ্ঞেস করতেই তিনি বলে ওঠেন, ৩০০০ টাকা কিলো। কি এমন বিশেষত্ব রয়েছে ওই ইলিশে? জানা গিয়েছে যে, ওই ইলিশের ওজন আড়াই কিলোর উপরে। তাই স্বাভাবিকভাবেই দুটি ইলিশ মাছ বিক্রি করে তিনি ১৫ হাজার টাকা আয় করেছেন। বড় ধরনের ইলিশ মাছ আড়াই থেকে তিন হাজার টাকা দরেই বিক্রি হয়।

ইলিশের (Ilish) যোগান বেশি থাকলে দাম কিছুটা সস্তা হয় ঠিকই, কিন্তু এবার আর সেই সুযোগ নেই। সস্তায় ইলিশ মাছ খাওয়া রীতিমতো স্বপ্নের মত। বর্তমানে বাজারে পেল্লাই সাইজের ইলিশ মাছের যোগান সেইভাবে না থাকার কারণে, যে কোন সাইজের ইলিশ মাছের দাম যথেষ্টই বেশি রয়েছে। তবুও স্বাদ আর সাধ্যের কথা মাথায় রেখে ইলিশ মাছ কিনে বাড়িতে নিয়ে যাচ্ছেন বাঙালিরা।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর