বাংলা হান্ট ডেস্ক: আবহাওয়ার ফের ভোলবদল।কয়েকদিন থেকে বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলিতে। গত দু’দিন বৃষ্টির দাপট অনেকটা কমলেও এবার ফের বৃষ্টি বাড়ার সম্ভাবনা দক্ষিণে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, সপ্তাহন্তে ভিজতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। বুধবার বিকেলেও বর্ষণের পূর্বাভাস রয়েছে। আপডেট অনুযায়ী আগামী কয়েক ঘণ্টায় কলকাতা সহ একাধিক জেলায় বৃষ্টি শুরু হতে পারে।
একটু পরেও বৃষ্টি এই সাত জেলায় (South Bengal Weather)
আগামী এক থেকে দুই ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি হয়েছে দক্ষিণবঙ্গে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া এবং মুর্শিদাবাদে। যদিও এই সব জেলার কিছু কিছু অংশে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
যদিও দক্ষিণবঙ্গের কোথাও আজ ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দপ্তর জানিয়েছে নতুন করে নিম্নচাপের আশঙ্কা রয়েছে বঙ্গোপসাগরে। যার জেরে বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গের উপকূল সংলগ্ন জেলাগুলিতে।
বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়তে পারে বাংলায়। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে একাধিক জেলায়। অধিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে। বৃহস্পতিবার বজ্রবিদ্যুতের পূর্বাভাস রয়েছে, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়।
আরও পড়ুন: ‘কে দায়িত্ব নেবেন?’, বিস্মিত খোদ প্রধান বিচারপতি, রাজ্যকে কড়া বার্তা কলকাতা হাইকোর্টের
উত্তরের আবহাওয়া: উত্তরবঙ্গের জেলাগুলিতে ফের একবার বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। বুধবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে। বজ্রবিদ্যুতের পূর্বাভাসও রয়েছে একাধিক জেলায়। বুধবারের পর বৃহস্পতিবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শুধুমাত্র দার্জিলিংয়ে। বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে।