Supreme Court: তারিখ পে তারিখ! বিচারের দাবিই সার, সুপ্রিম কোর্টে এখনো পর্যন্ত ঝুলে রয়েছে এতগুলি মামলা

বাংলাহান্ট ডেস্ক : দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট (Supreme Court)। দেশে আইনের শাসন বজায় রাখা এবং সংবিধানের রক্ষা করার উদ্দেশে গঠন করা হয়েছিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। দেশে আইনের অপশাসন ঘটলে বিচারের দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন মানুষ। আবার হাইকোর্টে কোনো মামলার বিচারকে চ্যালেঞ্জ জানিয়েও সুপ্রিম কোর্টে (Supreme Court) যাওয়া যায়। তবে দেশের শীর্ষ আদালতে কতগুলি মামলা এখনো ঝুলে রয়েছে জানেন?

সুপ্রিম কোর্টে (Supreme Court) বেড়ে চলেছে মামলা

দেশে অপরাধের সংখ্যা যেমন বাড়ছে, তেমনি সুপ্রিম কোর্টে (Supreme Court) দিনের পর দিন মামলার সংখ্যা বেড়েই চলেছে। এদিকে মানুষ বিচারের দাবিতে দখল করছেন রাজপথ। ক্যালেন্ডারে বদলে যাচ্ছে তারিখের পর তারিখ। কিন্তু বিচার থেকে যাচ্ছে অধরা। অনেক মামলায় সঠিক বিচার পেতে বছরের পর বছরও কেটে গিয়েছে। মানুষ হয়ে পড়ে হতাশ, অধৈর্য। কিন্তু সুপ্রিম কোর্টে (Supreme Court) মুলতুবি থাকা মামলার সংখ্যা কত জানেন?

আরো পড়ুন : Bollywood: অন্তঃসত্ত্বা বলে কাজ বন্ধ নয়, গর্ভে সন্তান নিয়েই শুটিং করেছেন এই বলিউড নায়িকারা

কতগুলি মামলা রয়েছে মুলতুবি

রিপোর্ট বলছে, ২০২৩ এর শেষে সুপ্রিম কোর্টে (Supreme Court) মুলতুবি থাকা মামলার সংখ্যা ছিল ৭০,০০০ এরও বেশি। কিন্তু ২০২৪ এর জানুয়ারি শুরু হতে না হতেই সংখ্যাটা বেড়ে দাঁড়ায় ৮০,২২১। সুপ্রিম কোর্ট অবজার্ভার এর রিপোর্ট অনুযায়ী, শুধুমাত্র জানুয়ারি মাসেই প্রায় ১৯৯৬ টি মামলা দাখিল করা হয়েছে। সেপ্টেম্বর মাসে সেই সংখ্যাটা হল ২৪২০।

আরো পড়ুন : Raha Kapoor: একেবারে দাদুর মুখ বসানো, প্রয়াত ঋষি কাপুরের সঙ্গে রাহার এই ছবি দেখেছেন?

কবে হবে নিস্পত্তি

জানা যাচ্ছে, এই পেন্ডিং মামলা গুলির মধ্যে অধিকাংশই সিভিল এবং অপরাধমূলক মামলা। এছাড়া রয়েছে বিভিন্ন সাংবিধানিক, জনস্বার্থ মামলা, বিভিন্ন আবেদন। বছরের পর বছর ধরে মুলতুবি হয়ে পড়ে রয়েছে এই মামলাগুলি। কবে এগুলির নিস্পত্তি হবে তা কেউ জানে না।

Supreme Court

রিপোর্ট দেখলে জানা যায়, ২০২৪ এর জানুয়ারি মাসে সুপ্রিম কোর্টে ৮০,২২১ টি পেন্ডিং মামলা ছিল। সেখানে ২০২৩ এর জানুয়ারি মাসে পেন্ডিং মামলার সংখ্যা ছিল ৭৮,৪০০। ২০২২ এর জানুয়ারিতে সংখ্যাটা ছিল ৭০,১০১। অর্থাৎ পরিসংখ্যানই বলে দিচ্ছে, দিনের পর দিন, বছরের পর বছর কার্যত লাফিয়ে বাড়ছে মামলা। এদিকে বর্তমানে মাত্র ৩৪ জন বিচারক রয়েছেন। বলা বাহুল্য, একজনের উপরে রয়েছে যথেষ্ট মামলার চাপ।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর