বিরাট কোহালিকে দিতে হল জরিমানা, নেপথ্যে কারন?

 

বাংলা হান্ট ডেস্ক : ভারত অধিনায়ক বিরাট কোহলির বিরুদ্ধে অভিযোগ আনল পৌর সংস্থা।শুক্রবার পৌর সংস্থার তরফে জানানো হয়েছে, গুরুগ্রামে ডিএলএফ ফেজ-১ এলাকায় কোহালির বাড়ির বাইরে তাঁরই বাড়ির এক কর্মী পানীয় জল দিয়ে গাড়ি ধুচ্ছিলেন। সেটি দেখতে পান পৌর সংস্থার কর্মীরা। সঙ্গে সঙ্গে নিয়ম মেনে ৫০০ টাকা জরিমানা করা হয়। সেই জরিমানা মিটিয়েও দেওয়া হয়েছে কোহালি পরিবারের তরফে।

 

প্রসঙ্গত ভূগর্ভস্থ জল হোক বা সরবরাহ করাপানীয় জল, কোনটিই যাতে অকারণে নষ্ট না হয় সে দিকে সবারই নজর রাখা উচিত।

9bca0 img 20190610 wa0038

কিছু টাকার বিনিময়ে সেই ক্ষতিপূরণ সম্ভব নয় তবে সেখানেজলের অপচয় আটকানোর বিষয়ে গুরুগ্রাম পৌর সংস্থা খুবই সচেতন। সময়ে সময়ে নানা ভাবে পুরসভার বাসিন্দাদেরও সচেতন করা চেষ্টা করা হয়।এই সচেতনতার রাজ্যের সর্বস্তরেই প্রয়োজন।

সম্পর্কিত খবর