দীপিকার শাড়ি মালাইকার গায়ে !

Published On:

 

বাংলা hunt ডেস্ক : সম্প্রতি সোনম কাপুরের জন্মদিনের পার্টিতে উপস্থিত হয়েছিলেন মালাইকা আরোরা খান।আর সেখানেই একেবারে অন‍্য বেশে হাজির হয়েছিলেন তিনি।বরাবর নানান সাহসী ড্রেসে মালাইকা কে দেখতে অভ‍্যস্থ আমরা।

 

কিন্তু এদিন সকল চমকে দিয়ে একেবারে ভারতীয় বেশে হাজির হয়েছিলেন তিনি।এমন সাদা রঙের শাড়ি’র উপর গোলাপ ফুলের ডিজাইন দেখে ট্রোল হলেন তিনি , কারন এর আগে এমন শাড়ি পরিহিত অবস্থায় এর আগে দেখা গেছিলো দীপিকা ।

পরবর্তী সময়ে এই ছবি ভাইরাল হয়ে যায় সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে।

X