বাংলা হান্ট ডেস্ক: দীর্ঘ অপেক্ষার অবসান হলো এথেন্সের মুসলিমদের। প্রায় একশো আশি বছর পর মসজিদ খুলছে এথেন্সে।
গত শুক্রবার এথেন্সের শিক্ষা ও ধর্ম মন্ত্রী ঘোষণা করেছেন সেপ্টেম্বরে প্রথম সরকারি মসজিদে নামাজ পড়বেন এথেন্সের মুসলিমরা।
২০১৬ সালে গ্রিসের পার্লামেন্ট রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এ মসজিদটি নির্মাণের অনুমোদন দিয়েছিল। তখন থেকেই শুরু হয়ে গিয়েছিল মসজিদটির নির্মাণ কার্য।
এথেন্সের শিক্ষা ও ধর্ম মন্ত্রী কোস্টাস গাভরোগলু শুক্রবার মসজিদটি নির্মাণকার্য পর্যবেক্ষণ করে আসেন।তিনি বলেন,” এথেন্স মসজিদের ইমাম খুব শিগগিরই প্রথম নামাজ পড়বেন।বড়জোর সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে।”