বাংলা hunt ডেস্ক : ২০১৪ সালে ডেভিল রুপে বড়োপর্দায় এসে বক্স অফিসে ঝড় তুলেছিলেন সলমন খান।ছবিটি বক্স অফিসে বিরাট পরিমাণে ব্যাবসা করেছিলো, পাশাপাশাপাশি দর্শকদের মন ছুয়েছিলো।এবার ফের আরেকবার দর্শকদের কিক দিতে চলেছেন সলমন।গত একবছর ধরে চিত্রনাট্যের কাজ করেছে সাজিদ নাদিয়াদওয়ালা।
মাঝে শোনা গেছিলো এইবার সিকুয়েলের পরিচালনা হয়তো করবেন না সাজিদ।কিন্তু সেই খবরকে কার্যত জল্পনা বলে উড়িয়ে ফের আরেকবার ছবি পরিচালনায় হাজির হতে চলেছে সাজিদ।
সলমন ছাড়াও অভিনয় করছেন জ্যাকলিন।প্রসঙ্গত, অন্যদিকে বক্সে অফিসে এখনো ” ভারত ” এর দাপট অব্যাহত।