দুম-দারাক্কা দাম কমছে সোনার! আজ দোকানে গেলেই হবে বিরাট লাভ, কলকাতায় রেট কত?

বাংলা হান্ট ডেস্ক : বাড়ির মেয়ে বৌদের কাছে স্ত্রী-ধন হিসেবে সোনার গুরুত্ব অপরিসীম। শুধু আজকের দিনেই নয় সোনা যুগে যুগে প্রাসঙ্গিক। তাই প্রাচীন যুগ থেকেই সোনা অত্যন্ত মূল্যবান একটি ধাতু। তাই এই হলুদ ধাতু শুধু নারীর অলংকারই নয় ভবিষ্যতের সঞ্চয়-ও। তাই টাকা পয়সা জমানার পাশাপাশি অনেকেই সোনার বার কিংবা সোনার কয়েন কিনে সঞ্চয় রাখেন ভবিষ্যতের জন্য। যার ফলে সোনার দাম (Gold Price) পাওয়া যায় ভালোই।

আজ কলকাতায় কত কমল সোনার দাম (Gold Price)?

তাছাড়া সোনা অত্যন্ত শুভ। তাই বিয়ে পৈতে কিংবা অন্যান্য যে কোনো আনন্দ অনুষ্ঠানও সোনা ছাড়া এককথায় অসম্পূর্ণ। তাই নিজের জন্য তো বটেই অনেকে সিংহাসনে থাকা ঠাকুরের জন্যও সোনা গড়িয়ে থাকেন। তবে অনেকদিন আগে থেকেই সোনা, মধ্যবিত্তের ধরাছোঁয়ার বাইরে। তবে বেশ কিছুদিন হল সোনার দাম (Gold Price) আবার লাফিয়ে কমতে শুরু করেছে।

আর এই উৎসবের  মরশুমে সোনার দাম (Gold Price) কমতে শুরু করায় এবারের দুর্গাপুজোতেই অনেকে সোনার গয়না কিনে রাখার প্ল্যান করছেন। আর সোনার পাশাপাশি পাল্লা কমছে রুপোর দামও। তাছাড়া ইদানিং রুপোরও ব্যাপক চল রয়েছে বাজারে। বিনিয়োগের পাশাপাশি উপহার হিসেবেও অনেকেই  কিনছেন রুপো। তাই উৎসবের মরশুমে সোনার দাম (Gold Price) যে হারে কমতে শুরু করেছে তাতে এটাই সোনা কেনার উপযুক্ত সময় বলেই মনে করা হচ্ছে। আসুন তাহলে জানা যাক আজ কলকাতায় (Kolkata) কত কমল সোনা রুপোর দাম।

আরও পড়ুন : TAX দিতে হয় না কিছুই! নাগরিকদের এক্কেবারে সোনায় সোহাগা! তাহলে কীভাবে চলে এই দেশ?

আজ অর্থাৎ ৬ সেপ্টেম্বর শুক্রবার কলকাতায় কিছুটা সস্তা হয়েছে সোনা। জানা যাচ্ছে আজকের দিনে প্রতি ১০ গ্রাম ওজনের ২২ ক্যারেট সোনার দাম কমে গিয়ে হয়েছে ৬৬ হাজার ৬৮০ টাকা। যা গতকাল অর্থাৎ বৃহস্পতিবার ৬ সেপ্টেম্বর ছিল ৬৬ হাজার ৬৯০ টাকা। অর্থাৎ আজ ১০ টাকা কমেছে সোনার দাম।

Gold 3 1

একইসাথে আজ কলকাতায় দাম কমেছে আজ ১০ গ্রাম ওজনের ২৪ ক্যারেট সোনারও। জানা যাচ্ছে শুক্রবার ২৪ ক্যারেট সোনার দাম ১০ টাকা কমে হয়েছে ৭২ হাজার ৭৫০ টাকা। একইসাথে আজ বিরাট সস্তা হয়েছে রুপোও। বৃহস্পতিবার ৫ সেপ্টেম্বর ১ কেজি রুপোর দাম ছিল ৮৫ হাজার টাকা ৷ যা আজ অর্থাৎ শুক্রবার ৬ সেপ্টেম্বর আরও কমে হয়েছে৮৪৯০০ টাকা৷

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর