প্রস্থেটিক মেকআপে আরও ভয়ঙ্কর মহিষাসুর! চিনতে পারছেন কে এই অভিনেতা?

Published On:

বাংলা হান্ট ডেস্ক : দেখতে দেখতে বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো একেবারে দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে। প্রত্যেক বছর দুর্গাপুজোর পাশাপাশি ব্যাপক উন্মাদনা থাকে মহালয়া (Mahalaya) নিয়েও। মহালয়া (Mahalaya) ছাড়া এক কথায় অসম্পূর্ণ বাঙালির দুর্গাপুজো। তবে যুগের সাথে তাল মিলিয়ে এখন মহালয়াতেও (Mahalaya) এসেছে নানান বৈচিত্র। ভোর হতেই ধুলো ঝাড়া রেডিওতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কন্ঠে মহিষাসুরমর্দিনী শোনার সাথে সাথেই টেলিভিশনের পর্দাতেও মহিষাসুর বধ দেখতে পছন্দ করেন দর্শক।

এবারের মহালয়ায় (Mahalaya) মহিষাসুররূপে কে এই অভিনেতা?

প্রত্যেক বছর টেলিভিশনের পর্দায় দেবী দুর্গারূপে হাজির হয়ে থাকেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রীরা। সেইসাথে দেবীর নানান রূপে হাজির হন বাংলা সিরিয়ালের এক ঝাঁক অভিনেত্রীরাও। এবছর স্টার জলসার পর্দায় মহালয়ার পুণ্যপ্রভাতে মহিষাসুরমর্দিনী রূপে অবতীর্ণ হতে চলেছেন টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। তাঁর সাথেই দেবীর অন্যান্য রূপে ধরা দেবেন ‘গীতা এলএলবি’ সিরিয়ালের গীতা অভিনেত্রী হিয়া মুখোপাধ্যায়, ‘অনুরাগের ছোঁয়া’ সিরিয়ালের দীপা অভিনেত্রী স্বস্তিকা ঘোষ এছাড়াও থাকছেন ‘কথা’ সিরিয়ালের প্রধান নায়িকা কথা অর্থাৎ সুস্মিতা দে, থাকছেন সন্দীপ্তা সেন কিম্বা মধুমিতা সরকারের মতো টলি অভিনেত্রীরাও।

তবে এ বছর স্টার জলসা মহালয়াতে নতুন চমক থাকছে মহিষাসুরকে নিয়েও। প্রত্যেক মহ বছর মহালয়াতে দেবী দুর্গার মতই বিশেষ ভূমিকা থাকে মহিষাসুরেরও।  এবছর স্টার জলসার পর্দায় যিনি মহিষাসুর হচ্ছেন তাঁকে  এক ঝলক দেখে চেনা সত্যিই মুশকিল। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই মহিষাসুর অভিনেতা নিজেই তাঁর  একটি ছবি শেয়ার করে নিয়েছেন।

আরও পড়ুন : ‘রাণী’ ভক্তদের জন্য বড় চমক! আসন্ন মেগায় অভীকার বিপরীতে থাকছেন এই জনপ্রিয় নায়ক

সেই ছবি দেখে তাঁকে চেনা একপ্রকার অসম্ভব। আসলে এবছর স্টার জলসার পর্দায় কোয়েলের বিপরীতে মহিষাসুরের ভূমিকায় দেখা যাবে টেলিপাড়ার জনপ্রিয় অভিনেতা ধ্রুবজ্যোতি সরকারকে। এই মুহূর্তে  তিনি স্টার জলসার ‘উড়ান’ ধারাবাহিকে নায়ক মহারাজের দাদা সোমনাথের চরিত্রে অভিনয় করছেন।

 

View this post on Instagram

 

A post shared by Dhruba Jyoti Sarkar (@dhrubo.s)

এদিন মহিষাসুরের লুকে নিজের ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় ধ্রুব লিখেছেন, ‘খুব তাড়াতাড়ি আসছে মহালয়া ২০২৪। শুধুমাত্র স্টার জলসার পর্দায় আগামী ২  অক্টবর ভোর ৫ টায়। প্রসঙ্গত এই মুহূর্তে টেলিভিশনের পর্দায় তিনি খলনায়কের চরিত্রেই অভিনয় করছেন। এছাড়াও ইতিপূর্বে দর্শকদের কাছে কখনও মিঠাই সিরিয়ালের সোম আবার কখনও পিলু সিরিয়ালের মল্লার রূপেও জনপ্রিয়তা পেয়েছেন অভিনেতা।

Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

X